BIG NEWS: রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা
Govt Employees of West Bengal: আগে সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ছিল ৪ হাজার ৮০০ টাকা। সেখান থেকে বাড়িয়ে অ্যাডহক বোনাস করা হয়েছে ৫ হাজার ৩০০ টাকা।
কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের (West Bengal Government Employees) একাংশের অন্দরে বকেয়া মহার্ঘভাতা নিয়ে অসন্তোষের মধ্যেই বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাস (Adhoc Bouns) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ছিল ৪ হাজার ৮০০ টাকা। সেখান থেকে বাড়িয়ে অ্যাডহক বোনাস করা হয়েছে ৫ হাজার ৩০০ টাকা। এর পাশাপাশি সরকারি কর্মীদের জন্য ফেস্টিভ্যাল অ্যাডভান্সও বাড়ানো হয়েছে। আগে ফেস্টিভ্যাল অ্যাডভান্স ছিল ১৪ হাজার টাকা, এখন তা বাড়িয়ে করা হল ১৬ হাজার টাকা। সরকারি কর্মচারীদের জন্য এক্সগ্র্যাশিয়ার অঙ্ক আগে ছিল ২ হাজার ৭০০ টাকা, এবার তা বাড়িয়ে ২ হাজার ৯০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। অনশন আপাতত বন্ধ রাখলেও আন্দোলনের পথ থেকে এখনই পিছিয়ে আসছে না সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। দাবি, কেন্দ্রীয় হারে মহার্ঘভাত দিতে হবে। রাজ্যের বাজেট পেশের সময় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে বটে, কিন্তু তাতে মন গলেনি আন্দোলনরত সরকারি কর্মচারীদের। এমন অবস্থায় আন্দোলনকারীরা পেনডাউন, ধর্মঘটও করে ফেলেছেন। তা নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকারও।
এদিকে রাজ্য সরকারের তরফেও মহার্ঘভাতা প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সাফ জানিয়ে দিয়েছেন, এখনই রাজ্যের তরফে এর থেকে বেশি ডিএ দেওয়া সম্ভব নয়। বোঝানো হয়েছে, কেন্দ্রের বেতন পরিকাঠামোর সঙ্গে রাজ্যের বেতন পরিকাঠামোকে মিলিয়ে দিলে চলবে না। রাজ্যের সরকারি কর্মচারীরা কী কী সুযোগ সুবিধা পান, সেই কথাও তুলে ধরা হয়েছে রাজ্যের তরফে।
এবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হল। ডিএ-র দাবিতে আন্দোলনের মাঝেই সরকারি কর্মচারীদের বোনাস, ফেস্টিভ্যাল অ্যাডভান্স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখার আগামী দিনে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মনে কতটা প্রভাব ফেলে।