AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Praxis Business School : ডিজিটাল গুরু হতে চান! ২৬ মার্চ অ্যাডমিশন টেস্টের ঘোষণা প্র্যাক্সিস বিজনেস স্কুলের

Praxis Business School : প্র্যাক্সিস অ্যাডমিশন টেস্টের তরফে ঘোষণা করা হয়েছে যে ২০২২ সালের ২৬ মার্চ হবে প্র্যাক্সিস অ্যাডমিশন টেস্ট (PAT)। তাই প্র্যাক্সিসে ভর্তি হওয়ার এটাই সুযোগ।

Praxis Business School : ডিজিটাল গুরু হতে চান! ২৬ মার্চ অ্যাডমিশন টেস্টের ঘোষণা প্র্যাক্সিস বিজনেস স্কুলের
ছবি সৌজন্যে : প্র্যাক্সিস
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 7:01 PM
Share

কলকাতা : ডিজিটাল গুরু হতে চান! প্র্যাক্সিস বিজনেস স্কুল হল তার জন্য় উপযুক্ত প্রতিষ্ঠান। ডিজিটাল নেতা তৈরির প্রাধান্য দেওয়া প্রতিষ্ঠানই হল এটি। প্র্যাক্সিস অ্যাডমিশন টেস্টের তরফে ঘোষণা করা হয়েছে যে ২০২২ সালের ২৬ মার্চ হবে প্র্যাক্সিস অ্যাডমিশন টেস্ট (PAT)। তাই প্র্যাক্সিসে ভর্তি হওয়ার এটাই সুযোগ। এআই (AI) এবং এমএল (ML) সহ ডেটা সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (PGPDS) দেশের সমস্ত ডেটা সায়েন্স প্রোগ্রামের মধ্যে এক নম্বর স্থান পেয়েছে প্র্যাক্সিস বিজনেস স্কুল দ্বারা পরিচালিত এই কোর্সটি।

প্র্যাক্সিস অ্যাডমিশন টেস্ট (PAT) হল একটি জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষা প্র্যাক্সিস বিজনেস স্কুল অনুষ্ঠিত করে। AI এবং ML সহ ডেটা সায়েন্সে (PGPDS) পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। প্রোগ্রামটি প্র্যাক্সিস বিজনেস স্কুলের কলকাতা এবং বেঙ্গালুরু ক্যাম্পাসে পড়ানো হয়। যোগ্যতা বিচারের অন্যান্য পরীক্ষায় (CAT/XAT/GMAT/GRE) বৈধ স্কোরসহ ছাত্রদেরও PAT-এ উপস্থিত হতে উৎসাহিত করা হয়। সর্বোচ্চ নম্বরের নির্বাচনের জন্য বিবেচনা করা হয়।

নিম্নলিখিত স্কোর অর্জন করা ছাত্রদের PAT থেকে অব্যাহতি দেওয়া হয়েছে :

CAT/XAT : মোট ৮০% এবং তার বেশি এবং বিভাগীয়ভাবে ৮০% এবং তার বেশি। GRE: ৩২০ এবং তার বেশি GMAT: ৬৫০ এবং তার বেশি

জুলাই, ২০২২ PGPDS ব্যাচের জন্য প্র্যাক্সিস অ্যাডমিশন টেস্ট (PAT) ২৬ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। এই পরীক্ষায় একটি লিখিত পরীক্ষা ও একটি ব্যক্তিগত সাক্ষাত্কার নেওয়া হবে। এই দুই পরীক্ষার ভিত্তিতেই সেরাদের এই প্রোগ্রামে পড়ার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন :  Covid-19 Vaccination : আগামী সোমবার থেকেই রাজ্যে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ