Sreebhumi Sporting Club Durga Puja: বুর্জ খলিফা, ডিজনিল্যান্ডের পর এবার নিউ জার্সির অক্ষরধাম, শ্রীভূমিতে উপচে পড়ছে মানুষের ঢল

Sreebhumi Sporting Club: এবারও শ্রীভূমির পুজোয় থাকছে অভিনবত্বের ছোঁয়া। এবার তাঁরা করে ফেলেছে নিউ জার্সির বিখ্যাত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ। সোশ্যাল মিডিয়া তো বটেই, শহর কলকাতা থেকে জেলা সর্বত্রই সাড়া ফেলে দিয়েছে এই পুজো।

Sreebhumi Sporting Club Durga Puja: বুর্জ খলিফা, ডিজনিল্যান্ডের পর এবার নিউ জার্সির অক্ষরধাম, শ্রীভূমিতে উপচে পড়ছে মানুষের ঢল
ব্যাপক ভিড় হচ্ছে শ্রীভূমিতে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 26, 2025 | 9:41 PM

কলকাতা: কখনও দুবাইয়ের বুর্জ খলিফা, তো আবার কখনও ডিজনিল্য়ান্ড! থিমের চমকে প্রত্যেক বছরই শহরে কার্যত তোলপাড় ফেলে দেয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। পুজোর অন্যতম উদ্যোক্তা খোদ রাজ্যের মন্ত্রী সুজিত বসু। প্রতি বছরই হালয়ার পর থেকেই দেখা যায় দর্শনার্থীদের ঢল। ভিড়ের চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুজো উদ্যোক্তাদের। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত থিম ও জাঁকজমকপূর্ণ আয়োজনে নজর কাড়ে গোটা রাজ্য়েরই। দূর-দূরান্তের জেলা তো বটেই, ভিনরাজ্য থেকেও প্রচুর মানুষ আসেন এই পুজো দেখতে। এবারও মহালয়ার পর থেকেই সেই ছবি দেখা গেল। ২০২৪ সালে এখানে হয়েছিল তিরুপতির বালাজি মন্দিরের আদলে প্যান্ডেল। 

এবারও শ্রীভূমির পুজোয় থাকছে অভিনবত্বের ছোঁয়া। এবার তাঁরা করে ফেলেছে নিউ জার্সির বিখ্যাত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ। সোশ্যাল মিডিয়া তো বটেই, শহর কলকাতা থেকে জেলা সর্বত্রই সাড়া ফেলে দিয়েছে এই পুজো। আমেরিকার নিউ জার্সির বড় এলাকা জুড়ে রয়েছে শ্বেতপাথরের তৈরি এই মন্দির। যা গোটা বিশ্বেরই পর্যটকদের সম্মোহিত করে চলেছে। 

উপচে পড়ছে ভিড় 

ঠিক ওই মন্দিরের আদলেই বিশাল মণ্ডপ করে ফেলেছে শ্রীভূমি। তাঁদের শিল্পীদের নৈপুণ্য ইতিমধ্যেই সর্বজনবিদিত। এবার সেই শিল্পকলাকেই অন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছে শ্রীভূমি। একেক্কেবারে যেন সেই মন্দিরই হুবহু ফুটে উঠেছে শ্রীভূমির পুজো প্রাঙ্গনে। এদিকে মহালয়ার পরেই প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছিল কলকাতা। নিম্নচাপের করাল গ্রাসে ডুবে গিয়েছিল গোটা শহর। জল থইথই অবস্থা হয়েছিল শ্রীভূমিরও। কিন্তু তা উপেক্ষা করেও নামে দর্শনার্থীদের ঢল।