Building Collapse: গার্ডেনরিচের ছায়া এবার দমদমে, নির্মীয়মাণ বহুতলের চাঙড় ভেঙে নিহত ১
Uttar Dumdum: উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে শরৎ কলোনিতে নির্মীয়মাণ আবাসনের পাঁচিল ভেঙে পড়ল শনিবার সন্ধ্যায়। নীচে ছিলেন এক মহিলা। কোনওমতে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
কলকাতা: গার্ডেনরিচের ছায়া এবার উত্তর দমদমে। পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে শরৎ কলোনিতে নির্মীয়মাণ বহুতলের চাঙড় ভেঙে পড়ল শনিবার সন্ধ্যায়। পাঁচতলা থেকে ভেঙে পড়ে সেটি। সে সময় নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এক মহিলা। তাঁর উপর ভেঙে পড়ে সেটি। কোনওমতে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহতের নাম কেয়া শর্মা চৌধুরী (৪৮)। এই ঘটনার পরই নির্মীয়মাণ ওই আবাসনের ১৮ জন ঠিকা শ্রমিককে আটক করে নিয়ে যায় এয়ারপোর্ট থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা হতবাক এমন ঘটনায়। দেবাশিস দাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সন্ধ্যায় আবাসনটির নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। সেই সময় পাঁচতলার উপর থেকে চাঙড় ভেঙে ওই মহিলার মাথার উপর পড়ে। এলাকাবাসীর অভিযোগ, কোনও ত্রিপল না টাঙিয়েই কাজ চলছিল। একেবারে সরু গলির মধ্যে তৈরি হচ্ছে এই বহুতলটি।
এলাকাবাসীর অভিযোগ, নিয়ম মেনে যেটুকু ছাড় দিয়ে কাজ করার কথা সে ছাড়টুকুও দেওয়া হয়নি। দেবাশিস দাসের কথায়, পাশেই কাউন্সিলরের অফিস। তারপরও কীভাবে এমন নির্মাণ চলছে তা তদন্তের দাবি রাখে।
পরে ঘটনাস্থলে যান উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। রাতেই ঘটনাস্থলে যান দমদম কেন্দ্রর বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।