Primary Recruitment: এসএসসি-র পর এবার প্রাথমিকেও নিয়োগে তোড়জোড়, কবে থেকে ইন্টারভিউ শুরু?

Primary Teacher Recruitment: এর আগে প্রাথমিকে নিয়োগ হয়েছিল ২০১৭ সালে। তারপর ফের ফের হতে চলেছে নিয়োগ। তবে এর আগে একাধিকবার নিয়োগের দাবিতে পথে নেমেছেন টেট পাশ চাকরিপ্রার্থীরা। দফায় দফায় বিক্ষোভ চলেছে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে।

Primary Recruitment: এসএসসি-র পর এবার প্রাথমিকেও নিয়োগে তোড়জোড়, কবে থেকে ইন্টারভিউ শুরু?
শুরু ইন্টারভিউয়ের তোড়জোড় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 25, 2025 | 3:32 PM

কলকাতা: এসএসসি-র পর এবার প্রাথমিকেও নিয়োগে তোড়জোড়। সূত্রের খবর, ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। ১৩ হাজার ৪২১ শূন্যপদে আবেদনকারীর সংখ্যা প্রায় ৬০ হাজার। সূত্রের খবর, পর্ষদ অফিসে ভিডিওগ্রাফি-সহ কেন্দ্রীয়ভাবে চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। ইন্টারভিউয়ের পর প্রকাশিত হবে মেধাতালিকা। সূত্র মারফত এও খবর পাওয়া যাচ্ছে, বছর শেষে শুধু ইংরাজিমাধ্যম স্কুলে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। পরে বাকি স্কুলগুলির জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। সবই জানিয়ে দেওয়া হবে পর্ষদের তরফে। 

এদিকে সামনেই আবার বিধানসভা নির্বাচন। শিক্ষা দফতর চাইছে নির্বাচনের আগে আদর্শ আচরণ বিধি লাঘু হওয়ার আগেই এসএসসি এবং প্রাথমিকের এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। এসএসসি-র ২৬ হাজার নিয়োগে এক্সটেনশন আসায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে শিক্ষকরা। এখন প্রাথমিকে যাঁরা দীর্ঘদিন থেকে টেট পাশ করে বসে রয়েছে তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন না ইন্টারভিউ না হওয়ায়। অবশেষে তাঁদের জন্য ইন্টারভিউয়ের ডেট সামনে এসেছে। সূত্রের খবর, ৩০ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর হবে সেই ইন্টারভিউ। 

প্রসঙ্গত, এর আগে প্রাথমিকে নিয়োগ হয়েছিল ২০১৭ সালে। তারপর ফের ফের হতে চলেছে নিয়োগ। তবে এর আগে একাধিকবার নিয়োগের দাবিতে পথে নেমেছেন টেট পাশ চাকরিপ্রার্থীরা। দফায় দফায় বিক্ষোভ চলেছে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে। এরইমধ্য়েই গত মাসেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণরা সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়।