Enumeration Form: এনুমারেশন ফর্ম জমার পর চারটি ধাপে পরীক্ষা, কোন কোন প্রক্রিয়ার কথা বলছে কমিশন?

SIR: চার ধাপের মধ্যে রয়েছে DSE বা Demographic Similar Entry অর্থাৎ দু’টো নামের এন্ট্রি থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এর মাধ্যমে ডুুপ্লিকেট ভোটার সহজেই চিহ্নিত করা যাবে। অন্যদিকে থাকছে Photo Similar Entry খতিয়ে দেখার কাজ।

Enumeration Form: এনুমারেশন ফর্ম জমার পর চারটি ধাপে পরীক্ষা, কোন কোন প্রক্রিয়ার কথা বলছে কমিশন?
প্রতীকী ছবি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 05, 2025 | 7:23 PM

কলকাতা: সিইও দফতরের সঙ্গে ভার্চুয়ার বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। ১২ রাজ্যের সিইও দফতরের সঙ্গে চলে বৈঠক। এনুমারেশন ফর্ম জমার পর চারটি ধাপে তা পরীক্ষা করার নির্দেশ কমিশনের। অনলাইনে ভোটারের তথ্য় দেবে নির্বাচন কমিশন। সেই তথ্য ধরেই ম্যাচিং করতে হবে ইআরও-দের। মৃত ভোটারদের সমস্ত তথ্য় খতিয়ে দেখবেন ইআরও-রাই। এমনটাই নির্দেশ কমিশনের। 

চার ধাপের মধ্যে রয়েছে DSE বা Demographic Similar Entry অর্থাৎ দু’টো নামের এন্ট্রি থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এর মাধ্যমে ডুুপ্লিকেট ভোটার সহজেই চিহ্নিত করা যাবে। অন্যদিকে থাকছে  Photo Similar Entry খতিয়ে দেখার কাজ। অর্থাৎ, দুই রাজ্যে কোনও লিস্টে ভোটারের ছবি একই থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি আধারের মাধ্যমে মৃতের যাবতীয় তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইআরও-দের। চতুর্থ ধাপে থাকছে মৃত্যুর শংসাপত্র বিশদে খতিয়ে দেখা। এ ক্ষেত্রে গোটা ভারতের যে ডেটাবেস রয়েছে সেটা অন্য়ান্য রাজ্য পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 

সিংহভাগ ক্ষেত্রে এসআইআর ফর্ম ইতিমধ্য়েই ডিজিটাইজড করা হয়েছে। সেখানে এই চারটি ধাপ যদি সেগুলি পার করে যায় তাহলে সেগুলিকে নিখুঁত বলে ধরা হবে। ফলে হিয়ারিংয়ের ডাক আসা তাঁদের ক্ষেত্রে সবথেকে ক্ষীণ বলে ধরা হবে। 

অন্যদিকে মৃত ভোটারদের নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করেছে কমিশন। ভূতুড়ে ভোটার ঝড়াই-বাছাইয়ে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। তা নিয়েও পুরো দমে চলছে চর্চা। ইতিমধ্যে বৃহস্পতিবার কমিশনের শেষ আপডেটে জানা যাচ্ছে আনকালেক্টেড অবস্থায় রয়েছে প্রায় ৫৩ লক্ষ ফর্ম। তার মধ্যে মোট মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৩ লক্ষ।