কলকাতা: ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ দেখালেন শিশু শিক্ষাকেন্দ্র বা এসএসকে (SSK)-এর চুক্তিভিত্তিক শিক্ষকরা। এই ঘটনা ঘিরে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে লেকটাউন কালিন্দী এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও সময় পাননি তাঁরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এসএসকে চুক্তিভিত্তিকদের সরকারি বেতনক্রমে আনার দাবি করা হচ্ছে। কিন্তু সরকার তা গুরুত্ব দিচ্ছে না।
শুক্রবার সকালে হঠাৎই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির একেবারে দোরগোড়ায় পৌঁছে যান বিভিন্ন পুর এলাকার চুক্তিভিত্তিক এসএসকে শিক্ষিকারা। হাতে লাল গোলাপ। তাঁদের মূলত বক্তব্য, দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তাঁরা। কারণ, অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকরা শিক্ষা দফতরের অধীনে চলে গেলেও এখনও পর্যন্ত পুরসভার অধীনে থাকা স্কুলগুলির চুক্তিভিত্তিক শিক্ষিকারা সংশ্লিষ্ট দফতরের অধীনে যেতে পারেননি। জাতীয় শিক্ষা নীতিতে আগামিদিনে তাঁদের চাকরি অনিশ্চিত বলেও দাবি তাঁদের। এরপরই বিক্ষোভে নামেন। শুক্রবার পৌঁছে যান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে।
পরিস্থিতি মুহূর্তে ঘোরাল হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। নামানো হয় র্যাফ। এক বিক্ষোভকারী জানান, “পঞ্চায়েত চলে গিয়েছে শিক্ষা দফতরের আওতায়। মাদ্রাসাও চলে গিয়েছে। শুধু যেতে পারিনি আমরা ১২৫টা পুরসভার শিক্ষিকা। ৩ হাজার ৬০০-এর কাছাকাছি শিক্ষিকা রয়েছেন। আমাদের নিয়ে কোনও ভাবনাচিন্তাই। কিন্তু আমরা আশঙ্কা করছি ২০২২ সালে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে আমাদের কী হবে! ওখানে তো চুক্তিভিত্তিকদের না রাখার কথাই বলা হয়েছে।” বারবার শিক্ষা দফতরে ঢোকার চেষ্টা করেও তাঁরা ঢুকতে পারেননি বলে অভিযোগ। এরপরই শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান কয়েকশো শিক্ষিকা। পরে তাঁরাই জানান, শিক্ষামন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হয়েছে সাক্ষাৎ হবে। তবে এ ভাবে নয়, আগাম সময় নিয়ে আসতে হবে। আরও পড়ুন: ‘গর্ভবতী নার্স শুয়েছিল, ছবি তুলে ভাইরাল করে দিয়েছে!’ নার্সিংহোমের বিরুদ্ধে একগুচ্ছ কেলেঙ্কারির অভিযোগ