Agnimitra Paul’s Health Issue: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল, এখন কেমন আছেন তিনি?

Agnimitra Paul: জানা যাচ্ছে, বুধবার সন্ধে নাগাদ আসানসোল থেকে ফেরেন অগ্নিমিত্রা। সেখানে তাঁর একাধিক কর্মসূচিও ছিল। সেই কর্মসূচি কাটছাঁট করে বুধবার সন্ধেয় কলকাতায় ফেরেন তিনি। তারপরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অগ্নিমিত্রাকে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

Agnimitra Pauls Health Issue: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল, এখন কেমন আছেন তিনি?
অগ্নিমিত্রা পাল Image Credit source: TV 9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 21, 2025 | 9:38 AM

কলকাতা: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

জানা যাচ্ছে, বুধবার সন্ধে নাগাদ আসানসোল থেকে ফেরেন অগ্নিমিত্রা। সেখানে তাঁর একাধিক কর্মসূচি ছিল। হঠাৎ অসুস্থ বোধ করায় সেই কর্মসূচি কাটছাঁট করে বুধবার সন্ধেয় কলকাতায় ফেরেন তিনি। তারপরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অগ্নিমিত্রাকে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি কাশি নিয়ে ভুগছিলেন বিজেপি নেত্রী। তারপরেই গতকাল থেকে বাড়তে থাকে শ্বাসকষ্ট। এরপরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

উল্লেখ্য, কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলেন আরও এক বিজেপি নেতা তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে ছিলেন তিনি। তারপর তাঁর অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় দিল্লির এইমসে ভর্তি করা হয়। সাংসদের প্যানক্রিয়াটাইটিস সমস্যা ছিল। শুধু তাই নয়, গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও সংক্রমণও। সেই কারণে পেটে ব্যথা এবং বমি হচ্ছিল তাঁর বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। পরে ধীরে-ধীরে সুস্থ হয়ে ফেরেন তিনি।