AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: কেন সিবিআইয়ের বদলে পুলিশ চাইছেন? ব্যাখ্যা দিলেন অগ্নিমিত্রা

Agnimitra Paul: এদিন কসবা প্রসঙ্গে বলতে গিয়ে শুরুতেই রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মূল অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে পুলিশের খাতায় গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়লেও কেন সে অবাধে ঘুরে বেড়াচ্ছিল?

Agnimitra Paul: কেন সিবিআইয়ের বদলে পুলিশ চাইছেন? ব্যাখ্যা দিলেন অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 28, 2025 | 9:14 PM
Share

কলকাতা: সময় যত গড়াচ্ছে ততই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। কসবা গণধর্ষণ কাণ্ডে শুক্রবারের পর শনিবারও পথে নামে বিজেপি। লেক টাউনে টায়ার জ্বেলে চলে বিক্ষোভ। ইতিমধ্যেই দলীয় স্তরে তৈরি হয়েছে তদন্ত কমিটি। রিপোর্ট যাবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। এরই মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গ কথা বলতে বলতেই আচমকা বলে বসেন, সিবিআই নয়, এই ঘটনার তদন্ত করুক পশ্চিমবঙ্গ পুলিশই। তাঁর এ মন্তব্যই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। যদিও কেন তিনি এ কথা বলেন তাঁর ব্যাখ্যাও দিতে দেখা যায় অগ্নিমিত্রাকে।  

এদিন কসবা প্রসঙ্গে বলতে গিয়ে শুরুতেই রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মূল অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে পুলিশের খাতায় গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়লেও কেন সে অবাধে ঘুরে বেড়াচ্ছিল? কেন পুলিশ হাত গুটিয়ে বসেছিল সেই প্রশ্নও তোলেন তিনি। এরপরই কেন তিনি সিবিআই না চেয়ে পুলিশ চাইছেন সে প্রসঙ্গে বলেন, “এই কেসের তদন্ত পশ্চিমবঙ্গের পুলিশ করবে। আপনারা কী মনে করেন আমরা ইডিয়ট! ৫ দিনের মধ্য়ে প্রমাণ লোপাট করে দেবেন, তারপর আপনি সিবিআইকে দেবেন। আর তারপর বলবেন সিবিআই তো কিছু করতে পারেনি। করবে কোথা থেকে? প্রমাণ তো লোপাট হয়ে গিয়েছে। আর দোষটা সিবিআই নেবে! তা হবে না।” 

যদিও এটা যে তাঁর ব্যক্তিগত মতামত তা বলতে ভোলেননি। সংবাদিকদের বলেন, “এটা অগ্নিমিত্রা পালের ব্যক্তিগত মতামত। বিজেপি কোনও স্টেটমেন্ট দেয়নি। এবং অবশ্যই পুলিশের যেটা কাজ। সেটা পুলিশ করবে।” এরপরই তাঁর সংযোজন, “আমার সিবিআই প্রচন্ড এফেক্টিভ। কিন্তু, সিবিআইকে আপনি ৫ দিন ১০ দিন পরে কেস দেবেন সমস্ত তথ্য ট্যাম্পার করে দিয়ে! পুরো ভাঙচুর করে! আমরা তো আর বকা নয়। তাই এবারের কেস এই পুলিশকে দিয়েই তদন্ত হোক। এটা আমার মত। তবে বিজেপির মতামত আমার শীর্ষ নেতৃত্ব ঠিক করবে।”