Kolkata Airport: বিমানে বসে ১৫০ যাত্রী, কলকাতা থেকে উড়তেই পারল না এয়ার ইন্ডিয়ার IX-1511
Kolkata Airport: গত বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে মৃত্যু হয়েছে বিমানে থাকা ২৪১ জন যাত্রীর। মাত্র একজন জীবিত আছেন। এরপরই কলকাতা বিমানবন্দরে যা ঘটল, তাতে আতঙ্কিত যাত্রীরা।

কলকাতা: ফের বিভ্রাট এয়ার ইন্ডিয়ার বিমানে। বোর্ডিং হওয়ার পরও যাত্রীদের নিয়ে উড়তেই পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। রবিবার সকালে কলকাতা থেকে গাজিয়াবাদ যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার আই এক্স-১৫১১ বিমানে উঠেছিলেন ১৫ জন যাত্রী। সব ঠিকই ছিল। এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত উড়তে পারল না বিমান। গত বৃহস্পতিবারের ভয়াবহ দুর্ঘটনার পর এই ঘটনায় আতঙ্ক বেড়েছে আরও।
যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। রবিবার সকাল ৭টা ১০-এ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা থেকে গাজিয়াবাদের উদ্দেশে রওনা হয় বিমানটি। ১৫০ জন যাত্রীকে নিয়ে বিমান ট্যাক্সিবে থেকে রানওয়ের দিকে এগোয়। এরপরই আর ওড়েনি।
জানা গিয়েছে, রানওয়ের দিকে যাওয়ার পথেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটিতে। এরপরই বিমানটিকে ট্যাক্সিবেতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দেখা যায় বিমানের বাতানুকূল যন্ত্র ঠিকমতো কাজ করছে না। এরপর বিমানে থাকা যাত্রীদের সকাল ৯টা ১০ মিনিটে বিমান থেকে নীচে নামিয়ে আনা হয়।
বিমান থেকে নেমে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রীকে অন্য বিমানে করে গাজিয়াবাদ পাঠানো হয়। একটি বিমান জয়পুর থেকে কলকাতায় আসার পরই সেই বিমানে করে গাজিয়াবাদের উদ্দেশে পাঠানো হয় বাকি যাত্রীদের।
গত বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে মৃত্যু হয়েছে বিমানে থাকা ২৪১ জন যাত্রীর। মাত্র একজন জীবিত আছেন। এরপরই কলকাতা বিমানবন্দরে যা ঘটল, তারপর বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে আরও একবার প্রশ্ন উঠল।





