Mamata-Akhilesh: ‘SIR আনাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য…’, মমতার পাশে দাঁড়িয়ে সওয়াল অখিলেশের

Akhilesh at Nabanna: পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এর আগে বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। এই বিশেষ নিবিড় পরিমার্জন চলছে উত্তর প্রদেশেও। কিন্তু উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মনে করছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই এসআইআর প্রক্রিয়া আনা হয়েছে।

Mamata-Akhilesh: SIR আনাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য..., মমতার পাশে দাঁড়িয়ে সওয়াল অখিলেশের
নবান্নে অখিলেশ-মমতা Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 27, 2026 | 3:17 PM

কলকাতা: ভোটের আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মমতার পাশে দাঁড়িয়ে তাঁর সাহসিকতার প্রশংসা করলেন অখিলেশ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র, যিনি বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলার জন্যই যে এসআইআর হচ্ছে, এমনটাই দাবি করলেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন করার কথাও বলেছেন অখিলেশ।

পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এর আগে বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। এই বিশেষ নিবিড় পরিমার্জন চলছে উত্তর প্রদেশেও। কিন্তু উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মনে করছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই এসআইআর প্রক্রিয়া আনা হয়েছে।

অখিলেশ বলেন, “বিহারের এসআইআর আলাদা ব্যাপার। এসআইআর তো করাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য।” এসআইআরের বাহানায় এনআরসি করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি। অখিলেশ যাদব আরও বলেন, “কমিশনের উচিৎ ভোট যাতে বাড়ে, সেটা দেখা। কিন্তু এ রাজ্যে কমিশন চেষ্টা করছে, যত সম্ভব ভোট কমানো যায়। কমিশনের লক্ষ্যই হল ভোট কাটা। কমিশন প্রচার করে, যাতে বেশি সংখ্যক মানুষ ভোট দেয়। প্রথমবার দেখলাম কমিশন ভোট কাটার চেষ্টা করছে।”

বাংলায় মমতাই জিতবেন ও মুখ্যমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন অখিলেশ। বলেন, “বাংলার মানুষের উপর ভরসা আছে। তাঁরা দিদির উপরেই আস্থা রাখবেন। বিজেপি এখানে হারের লড়াই লড়বে। সম্মানের সঙ্গে যাতে হেরে যায় সেই চেষ্টা করছে বিজেপি। নিরপেক্ষতা নিয়ে খেলা করছে।”

আইপ্যাক-কাণ্ড নিয়েও এদিন মমতার প্রশংসা করেন অখিলেশ। তাঁর স্পষ্ট বক্তব্য, “দিদি ইডি-কে হারিয়ে দিয়েছে, এতে আমি খুশি। দিদি ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন। ওরা ডেটা নিয়ে চলে যাচ্ছিল।” তাঁর কথায়, “দিদিকে বারবার সমস্যায় ফেলতে চাইছে। আমাদের আশা দিদি আবার বিজেপিকে হারাবে।”