AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: ‘সাম্প্রতিক ঘটনা’য় এবার কড়া নির্দেশ পুলিশকে, মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা

Nabanna Press meet: সাংবাদিক সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসেছে। এই ব্যাপারে পুলিশকে সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুগ পদক্ষেপ করতে বলা হয়েছে।'

Nabanna: 'সাম্প্রতিক ঘটনা'য় এবার কড়া নির্দেশ পুলিশকে, মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা
নবান্নImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 02, 2024 | 7:59 PM
Share

কলকাতা: সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশকে সর্বাধিক নজর রাখতে বলা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আক্রান্তদের জন্য ক্ষতিপূরণের পাশাপাশি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কোচবিহার থেকে চোপড়া অথবা বউবাজার, সম্প্রতি রাজ্যে পরপর কয়েকটি গণপিটুনি ও মারধরের ঘটনা সামনে এসেছে। সে সব ঘটনা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে রাজনৈতিক মহলে। সেগুলির কথা উল্লেখ না করলেও নজরদারির কথা বলা হল নবান্নের তরফে।

সাংবাদিক সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসেছে। এই ব্যাপারে পুলিশকে সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুগ পদক্ষেপ করতে বলা হয়েছে।’ মানুষকেও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনাগুলি দুঃখজনক। এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন্য কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তবুও, অর্থনৈতিক সাহায্যের জন্য ক্ষতিগ্রস্থ পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু দু’লক্ষ টাকা অর্থনৈতিক ক্ষতিপূরণও দেওয়া হবে।”

এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা জানিয়েছেন, সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার সহ যত পুলিশ ইউনিট আছে, সবাইকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি আইন ভাঙতে চায়, তাহলে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।

২০১৯-এর গণপিটুনি সংক্রান্ত নির্দেশিকা ফের পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নজরদারি বাড়াতে বলা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

বলা হয়েছে, যাতে পুলিশের কাছে খবর গেলেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। গণপিটুনি নিয়ে প্রশ্ন করা হলেও আলাপন বন্দ্যোপাধ্য়ায় ‘সাম্প্রতিক ঘটনা’ বলেই উল্লেখ করেছেন।