Weather Update Today: বাড়ল তাপমাত্রা, এরপর আবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
West bengal Weather Update: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, ফের শীতে কোপে কমে গেল ঠান্ডা। কলকাতার পারদ চড়ল ১৫ দশমিক ৩ ডিগ্রিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাল থেকেই হাওয়াবদল। আগামিকাল দক্ষিণবঙ্গের ৬ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা: শীত তো নেই। যাও একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়েছিল তাও বোধহয় জুটবে বঙ্গবাসীর। কারণ ফের হাওয়া বদলে গেল। একে তো বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা বেড়েছে, তারপর আবার বৃষ্টির পূর্বাভাস। মোটের উপর নতুন বছরের শুরুতেই শীতের পথে বাধা পেল রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, ফের শীতে কোপে কমে গেল ঠান্ডা। কলকাতার পারদ চড়ল ১৫ দশমিক ৩ ডিগ্রিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাল থেকেই হাওয়াবদল। আগামিকাল দক্ষিণবঙ্গের ৬ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। শনিবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৯ জেলায়। ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা আরও কমবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ১০ জানুয়ারির পর ঠান্ডা ফেরার আশা।
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের কিছু এলাকার উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে। তার জেরে আগামী ৫ ও ৬ তারিখ পশ্চিমের জেলাগুলিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি নামতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে।