Alipur Zoo Case: ‘রাকেশ সিং চিড়িয়াখানার কর্মীই নন, মামলা করার অধিকার নেই তাঁর’, আদালতে রিপোর্ট পুলিশের
Alipur Zoo Case: রিপোর্ট খতিয়ে দেখবে আদালত। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
কলকাতা: চিড়িয়াখানার ইউনিয়ন রুম দখলের অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিংয়ের করা মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল ওয়াটগঞ্জ ও আলিপুর থানা। তাতে উল্লেখ, রাকেশ সিং তো চিড়িয়াখানার কর্মীই নন। তিনি কীভাবে মামলা করতে পারেন? প্রশ্ন তুলল পুলিশ। রিপোর্ট খতিয়ে দেখবে আদালত। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
চিড়িয়াখানার ঘটনা প্রেক্ষিতে ওয়াটগঞ্জ থানার রিপোর্টে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে
♦ চিড়িয়াখানার মহিলা কর্মী শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে, তার স্বপক্ষে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। চিড়িয়াখানার ফুটেজ দেখে শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত কোনও প্রমাণ মেলেনি। পরে তথ্য প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত ধারা যুক্ত করা হবে।
♦ গত ২৪ জানুয়ারির ঘটনার প্রেক্ষিতে মোট ১২ টি অভিযোগ ওয়াটগঞ্জ থানায় দায়ের হয়েছে।
♦ ঘটনার দিন সকাল ৯টা থেকে বিজেপি পতাকা নিয়ে মানুষ ঢোকা শুরু করে।
♦ সকাল ৯টা থেকে ৯.৪০ পর্যন্ত রাকেশ সিং-সহ বেশ কয়েকজন লোক চিড়িয়াখানায় ঢোকেন।
♦ বেশ কয়েকজনের কাছে গুচ্ছ গুচ্ছ বিজেপির পতাকা ছিল।
♦ সকাল পৌনে ১২ টা নাগাদ ১৫০-২০০ লোক চিড়িয়াখানায় ঢোকেন।
♦ সেই সময় বিজেপি এবং তৃণমূল দু’পক্ষের পতাকাই দেখা যায়।
♦ ওই দিন উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুজন মহিলা পুলিশকর্মী আহত হয়েছিলেন।
চিড়িয়াখানার ঘটনা প্রেক্ষিতে আলিপুর থানার রিপোর্টে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে
♦ রাকেশ সিং চিড়িয়াখানার কর্মী নন। তাঁর মামলা করার অধিকার নেই। রাকেশ সিংয়ের কর্মকাণ্ড নিয়ে চিড়িয়াখানার কর্মীরা অত্যন্ত বিরক্ত।
♦ কর্মীরা তাঁর ইউনিয়ন ছাড়তে চাইছে বলে রাকেশ সিংহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন। ঘটনার দিন অরফানগঞ্জ রোডে দাঁড়িয়ে প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছেন।
গত ২৪ জানুয়ারি আলিপুর চিড়িয়াখানায় বিজেপির ইউনিয়ন রুম দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার প্রেক্ষিতে সোমবার হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা রাকেশ সিংহ। পাশাপাশি চিড়িয়াখানার আলমারি ভেঙে টাকা লুঠেরও অভিযোগ তোলেন তিনি। সোমবার বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও দুই থানার পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখে বহিরাগতদের চিহ্নিত করার নির্দেশ দেয় আদালত। বুধবার তারই রিপোর্ট জমা পড়ে আদালতে।
মামলার প্রেক্ষাপট
চিড়িয়াখানার কর্মী ইউনিয়ন এতদিন পর্যন্ত বিজেপির দখলে ছিল। অভিযোগ, সোমবার সকালে সেই ইউনিয়ন তৃণমূল কংগ্রেস দখল করেছে। চিড়িয়াখানার ইউনিয়ন রুমের সামনে বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। চিড়িয়াখানার মূল গেটের সামনেই ইউনিয়ন রুম। সোমবার সকালে সেই ইউনিয়ন রুমের দখল ঘিরে উত্তেজনা ছড়ায় চিড়িয়াখানায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটা-এগারোটা নাগাদ গোটা চত্বর ঘিরে ফেলেন তৃণমূল কর্মী সমর্থকরা। দেখা যায়, দলীয় পতাকা হাতেই পাঁচিলের ওপর উঠে যান তৃণমূল কর্মীরা। ইউনিয়ন রুমের বাইরে বিজেপির পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দেন। স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। খবর পেয়ে সেখানে জড়ো হতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তাতে উত্তেজনা ছড়াতে থাকে এলাকায়।
অভিযোগ, বিজেপির সমস্ত ফ্ল্যাগ ছিড়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি কর্মীরাও। প্রতিরোধ গড়ে তুললে, তাঁদের ওপরেও আক্রমণ হয় বলে অভিযোগ। রাকেশ সিংয়ের বক্তব্য, ৫-৬ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। সেদিনই চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের পথে নামার হুঁশিয়ারি দেন রাকেশ সিং।