Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flood: বন্যা দুর্গতদের জন্য বড় উদ্যোগ কলকাতার সব কাউন্সিলরদের, দান করছেন বেতন

Flood: পুরসভার অধিবেশনে কাউন্সিলর মুস্তাক আহমেদ এই প্রস্তাব আনেন। মেয়র ফিরহাদ হাকিম ইচ্ছুক কাউন্সিলরদের তাঁদের এক মাসের বেতন মেয়র্স রিলিফ ফান্ডে প্রদান করতে বলেন। সেখান থেকে সংগৃহীত অর্থ পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হবে বলে অধিবেশনে জানান।

Flood: বন্যা দুর্গতদের জন্য বড় উদ্যোগ কলকাতার সব কাউন্সিলরদের, দান করছেন বেতন
বাংলার বন্যা পরিস্থিতিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 7:05 PM

কলকাতা: বন্যা দুর্গতদের পাশে থাকতে কলকাতার সব কাউন্সিলররা নিলেন বড় সিদ্ধান্ত। শুধুমাত্র শাসক দলের নেতারা নন, বিরোধী দলের পুর প্রতিনিধিরাও নিজেদের একমাসের বেতন দান করছেন বন্যা কবলিত এলাকার মানুষের জন্য।  নিজেদের একমাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে কলকাতা পুরসভার পুর প্রতিনিধিরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ওই টাকায় দুর্গতদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। মেয়র, মেয়র পারিষদ সহ সমস্ত কাউন্সিলররা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা এই আর্থিক সাহায্য করেছেন।

পুরসভার অধিবেশনে কাউন্সিলর মুস্তাক আহমেদ এই প্রস্তাব আনেন। মেয়র ফিরহাদ হাকিম ইচ্ছুক কাউন্সিলরদের তাঁদের এক মাসের বেতন মেয়র্স রিলিফ ফান্ডে প্রদান করতে বলেন। সেখান থেকে সংগৃহীত অর্থ পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হবে বলে অধিবেশনে জানান।

মেয়র আরও জানিয়েছেন, কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালয়েট সার্ভিসেস অ্যাসোসিয়েশন ৫০ হাজার টাকা বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য মেয়রের কাছে চেক দিয়েছেন।

বন্যা কবলিত এলাকার পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। এরই মধ্যে ফের বৃ্ষ্টির পূর্বাভাস দেওয়ায় বেড়েছে আতঙ্ক। মুখ্যমন্ত্রী প্রায় সব জেলা পরিদর্শন করেছেন।