CCTV in Girls’ schools: রাজ্যের সমস্ত গার্লস স্কুলে বসছে সিসিটিভি, সিদ্ধান্ত শিক্ষা দফতরের
CCTV in Girls' schools: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষা দফতর, তাই এই সিদ্ধান্ত। এমনই মত ওয়াকিবহাল মহলের।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকেই উদ্বেগ নাগরিক মহলে। চিন্তায় রাজ্য সরকারও। সিদ্ধান্ত হলেও এখনও যাদবপুরে সিসিটিভি (CCTV in Jadavpur University) নিয়ে চাপানউতোর চলছেই। এরইমধ্যে রাজ্যের সব গার্লস স্কুলে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত গার্লস হস্টেলেও। সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলে কাজ শুরু করেছে শিক্ষা দফতর। স্কুলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে সহজেই তা ট্র্যাক করা যায় সে কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথমবর্ষের পড়ুয়ার ছাত্রমৃত্যুর পর থেকে বারেবারে প্রশ্নের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। উঠেছে র্যাগিংয়ের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জনকে। এরমধ্যে ইতিমধ্যেই ১ জন জামিন পেয়েছেন। অন্যদিকে ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই আবার পকসো আইনেও মামলা রুজু করেছে পুলিশ। আলিপুর আদালতের তরফে মিলেছে অনুমতি।
পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল ও ক্যাম্পাসের সমস্ত গেটে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে। বরাত গিয়েছে ওয়েবলের কাছে। খরচ হতে চলেছে প্রায় ৩৭ লক্ষ টাকা। অর্থ মঞ্জুরও করেছে শিক্ষা দফতর। অন্যদিকে র্যাগিং রোধে ইসরোর সঙ্গে হাত মেলাতে চলেছে যাদবপুর। ক্যাম্পাস ঘুরেও দেখে গিয়েছেন ইসরোর প্রতিনিধিরা। শোনা যাচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের সাহায্যে চলতে পারে নজরদারি। এরইমধ্যে সব গার্লস স্কুলে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।