Duare Ration: ‘পুজোর সময় কাঁধে করে মাল বইবে কে?’ দুয়ারে রেশন প্রকল্পে ‘না’ রেশন ডিলার সংগঠনের

Duare Ration Project: "দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে যা টাকা লাগবে তা রাজ্য দিতে পারছে না। আর পুজোর মরসুমে কাঁধে করে বয়ে মাল সরবরাহ-ও সম্ভব নয় বলে জানালেন বিশ্বম্ভর বসু। তাঁর মন্তব্য,"দুয়ারে রেশন' সম্ভব নয়। কোনওভাবেই সম্ভব নয়।"

Duare Ration: 'পুজোর সময় কাঁধে করে মাল বইবে কে?' দুয়ারে রেশন প্রকল্পে 'না' রেশন ডিলার সংগঠনের
দুয়ারে রেশন প্রকল্প কোনওভাবে সম্ভব না বলে জানাল রেশন ডিলারদের সংগঠন। অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 5:20 PM

দিল্লি: একুশের ভোটে তৃণমূলের দলীয় ইশতাহারে উল্লেখ ছিল ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্প। তৃতীয় বার ক্ষমতায় এসে পাইলট প্রজেক্ট হিসাবে সেই দুয়ারে রেশন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু বেঁকে বসল সংগঠন। রেশন ডিলারদের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া সম্ভব হচ্ছে না বলে সাংবাদিক বৈঠকে সটান জানিয়ে দিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।

এদিন সাংবাদিক বৈঠক তিনি সরাসরি জানিয়ে দেন, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে যা টাকা লাগবে তা রাজ্য দিতে পারছে না। আর পুজোর মরসুমে কাঁধে করে বয়ে মাল সরবরাহ-ও সম্ভব নয় বলে জানালেন বিশ্বম্ভর বসু। তাঁর মন্তব্য, “দুয়ারে রেশন’ সম্ভব নয়। কোনওভাবেই সম্ভব নয়।”

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু করেছে খাদ্য দফতর। যদিও এর আগেও রাজ্যের খাদ্য মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পাইলট প্রোজেক্ট হিসাবে দুয়ারে সরকার চালু করার ব্যাপারে বিশ্বম্ভরবাবুদের সঙ্গে আলোচনা করেছেন। তারা অসুবিধার কথা জানিয়েছে। অন্যদিকে রেশন ডিলারদের সংগঠনের পাঠানো চিঠির প্রেক্ষিতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-ও জানিয়েছিলেন, এভাবে মাঝপথে তাঁরা প্রকল্প বন্ধ করে পিছু হঠতে পারবেন না। চিঠিতে রাজ্যকে অক্টোবর মাসের বদলে নভেম্বরে শুরু করতে আবেদন করেছিল রেশন ডিলার সংগঠন। কিন্তু পরীক্ষামূলক ভাবে শুরু করতে চাওয়া এই প্রোজেক্ট আর পিছোতে রাজি হয়নি সরকার।

এদিকে শুক্রবার সাংবাদিক বৈঠক করে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য গাড়ি কিনতে হবে পৌঁছনোর জন্য। রাজ্য সরকার শুধু এক লাখ টাকা দেবে। বাকি টাকা কে দেবে? প্রশ্ন তাঁর। এখানেই শেষ নয়। তাঁর আরও রাজ্য সরকারের প্রকল্প বাস্তবায়িত করতে গেলে রেশন ব্যবসায়ীরা শেষ হয়ে যাবেন।

বিশ্বম্ভরবাবুর কথায়, “দুয়ারে রেশন প্রকল্পের জন্য কুলি লাগবে, ড্রাইভার লাগবে। কে দেবে? রাজ্য সরকার দেবে?” এদিকে কৃষি মন্ত্রক ডাল, সয়াবিন, তেল রেশনে অন্তর্ভুক্ত করার আবেদন করেছে। আগে শুধুমাত্র রেশনে বাংলার মানুষ চাল ও চিনি দেওয়া হত। তাই সরকার ঘোষণা করলেও তাঁদের পক্ষে উৎসবের মরসুমে দুয়ারে রেশন পরিষেবা দেওয়া কোনওভাবেই সম্ভব নয় বলে দাবি করে রেশন ডিলারদের সংগঠন। তারা জানিয়েছে কর্মচারীরা দোকানে এসে কাজ করতে চান না পুজোর মরসুমে। সবাই ছুটির মেজাজে থাকেন। তাঁরা কী ভাবে বাড়ি বাড়ি গিয়ে রেশন দিয়ে আসবেন? এখন এ নিয়ে রাজ্য সরকার কী প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

আরও পড়ুন: Duare Ration: ‘দুয়ারে রেশন’ নিয়ে বহাল আইনি জটিলতা, বেঁকে বসেছেন ডিলারদের একাংশ 

৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?