Airport: এয়ারপোর্টের বোর্ডিং পাসে সাংঘাতিক ‘খেলা’, বিদেশের বদলে নিউটাউনের ঘরে ১০ যুবক

Airport: ২০২২ সালের সেপ্টেম্বরে একটি অভিযোগ পায় বিমানবন্দর থানা। অপহরণের অভিযোগ করা হয়। হরিয়ানারই এক ব্যক্তি তাঁর ছেলের অপহরণের অভিযোগ করেন। এরপর তদন্তে নেমে ওই ব্যক্তির ছেলের সঙ্গে আরও ৯ জনকে নিউটাউনের একটি ঘর থেকে উদ্ধার করা হয়। খোঁজ মেলে প্রতারণা চক্রের।

Airport: এয়ারপোর্টের বোর্ডিং পাসে সাংঘাতিক ‘খেলা’, বিদেশের বদলে নিউটাউনের ঘরে ১০ যুবক
ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 6:56 PM

কলকাতা: ভিন রাজ্যে চাকরির নামে অপহরণচক্র। চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হতো নকল বোর্ডিং পাস। পরে সেই পাস নকল প্রমাণিত হওয়ায় নিউটাউনের একটি ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হতো যুবকদের। আর সেখান থেকেই যুবকদের বাড়িতে ফোন করে টাকা চাওয়া হতো বলে অভিযোগ। এই ঘটনার মূল পান্ডাকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

২০২২ সালের সেপ্টেম্বরে একটি অভিযোগ পায় বিমানবন্দর থানা। অপহরণের অভিযোগ করা হয়। হরিয়ানারই এক ব্যক্তি তাঁর ছেলের অপহরণের অভিযোগ করেন। এরপর তদন্তে নেমে ওই ব্যক্তির ছেলের সঙ্গে আরও ৯ জনকে নিউটাউনের একটি ঘর থেকে উদ্ধার করা হয়। খোঁজ মেলে প্রতারণা চক্রের। চাকরি দেওয়ার নাম করে ওই চক্র ছেলেদের বিভিন্ন রাজ্য থেকে কলকাতায় নিয়ে আসত। ভুয়ো বোর্ডিং পাস দিয়ে বিদেশে পাঠাবে বলত বলে জানায় পুলিশ। এই চক্রের আঁতুর ঘর হরিয়ানায়।

ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর বলেন, একটা জব এজেন্সি খুলে এই চক্র চলত। ধরা যাক, কাউকে বলত ১০ লক্ষ টাকা দিলে বিদেশে সেটল করিয়ে দেবে। সব ব্যবস্থা ওই সংস্থাই করবে বলত। এর জন্য আগাম টাকা দিতেন চাকরিপ্রার্থীরা। বিমানবন্দরে নিয়ে যেত। এদিকে সেখানে গিয়ে দেখতেন বোর্ডিং পাস ফেক। এরপরই কোনওভাবে ওই যুবকদের নিয়ে যাওয়া হতো অপহরণ করে। এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রবীণ কুমার নামে চক্রের মূল পান্ডাকেও গ্রেফতার করা হয়েছে।

সেই ঘটনারই মূল মাথাকে ১৭ ডিসেম্বর হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বিদেশে চাকরি দেওয়ার নামে দেশের বিভিন্ন প্রান্তের যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এই চক্র। নকল বোর্ডিং পাস দেখিয়ে বিদেশে যাওয়ার ছক করত। কলকাতা বিমানবন্দরে সেই পাস নিয়ে ধরা পড়লে ওই যুবকদের নিয়ে নিউটাউনে একটি জায়গায় বন্ধ করে রাখা হতো বলে অভিযোগ।

হরিয়ানার পানিপথের সেওয়া গ্রাম থেকে প্রবীণ কুমারকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে রাজ্যে নিয়ে আসা হয়। ব্যারাকপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।