Saokat Molla: ‘হকি স্টিক দিয়ে মেরেছে ওরা’, শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ডেলিভারি বয়ের
Saokat Molla: বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। শওকত মোল্লা বা তাঁর ছেলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কলকাতা: ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ উঠল শহরের বুকে। নিউ টাউনে ডেলিভারি বয়কে ধরে মারধরের অভিযোগ উঠেছে বিধায়কের ছেলে ও তাঁর বন্ধুবান্বদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যার ঘটনা। পেশায় ডেলিভারি বয় এক যুবক এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন। শওকত মোল্লা বা ছেলে ইমরান মোল্লার তরফে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডেলিভারি বয়ের অভিযোগ, বেপরোয়াভাবে গাড়িটা চালানো হচ্ছিল। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই সবাই গাড়ি থেকে নেমে পড়ে বলে অভিযোগ। এদিন সন্ধ্যায় নিউ টাউন বালিগরি ভাঙার মোড়ের কাছে ঘটনাটি ঘটে।
অভিযোগকারী ওই যুবক বলেন, “আমাকে চেপে দিয়ে গাড়িটি যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর আমি গাড়ির সামনে বাইক নিয়ে গিয়ে দাঁড়াই। জিজ্ঞেস করি, আমাকে চাপছিলে কেন? তখনই গাড়ি থেকে নেমে আসে ওরা।” তিনি আরও বলেন, “গাড়িতে শওকত মোল্লার ছেলে ছিল। ওদের বন্ধুবান্ধব ছিল।”
অভিযোগ, চারচাকা গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে সহ তাঁর অনুগামীরা। ডেলিভারি বয়কে মারধর করা হয় বলে অভিযোগ।
