Minor Girl Harassment : এবার খাস কলকাতায়, ১৫ দিন ধরে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
Ekbalpur Minor Girl Harassed: যৌন নিগ্রহের শিকার ৮ বছরের এক নাবালিকা। অভিযোগ উঠেছে, এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, ১৫ দিন ধরে ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করছে অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকায়।
কলকাতা : এবার খাস কলকাতায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। যৌন নিগ্রহের শিকার ৮ বছরের এক নাবালিকা। অভিযোগ উঠেছে, এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, ১৫ দিন ধরে ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করছে অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকায়। ঘটনায় অভিযুক্ত পয়তাল্লিশ বছর বয়সি ওই প্রতিবেশীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে একবালপুর থানার পুলিশ। টানা ১৫ দিন ধরে নিগ্রহের জেরে ক্রমেই অসুস্থ হতে থাকে ওই নাবালিকা। বৃহস্পতিবার মেয়েটির শারীরিক অসুস্থ আরও বেশি অনুভব করতে থাকে। এরপর তার মা জিজ্ঞেস করলে ওই নাবালিকা গোটা বিষয়টি তার মাকে জানায়। বিষয়টি জানতে পেরে ওই মহিলা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আজ একবালপুর থানায় অভিযোগ করেন।
মহিলার অভিযোগ গত ১৫ দিন ধরে তার আট বছরের মেয়েকে যৌন নিগ্রহ করছে ওই ব্যক্তি। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, ওই নাবালিকা মাঝে মধ্যেই অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে যেত। মেয়েটির মাও ওই প্রতিবেশীদের বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের জায়গা থেকেই প্রতিবেশীর বাড়িতে কোনও কিছু চিন্তা না করেই যেতে দিতেন মেয়েকে। যৌন নিগ্রহের বিষয়টি গতকাল জানতে পারার নির্যাতিতা নাবালিকার মা অভিযুক্তর বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ সেই সময় অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে হুমকিও দেয়। বিষয়টি পুলিশের কাছে জানালে তাঁরা বিপদে পড়তে পারেন, এমন হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ নাবালিকার পরিবারের।
নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যে একের পর এক নাবালিকা নির্যাতনের ঘটনায় কার্যত মুখ পুড়ছে রাজ্যের। হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের আরও চার নির্যাতনের ঘটনায় দুঁদে পুলিশ অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু এত কিছুর পরেই নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। চড়কের মেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শান্তিনিকেতনে। এরপর খাস কলকাতায় এমন ঘটনা ফের একবার রাজ্যের নারী নিরাপত্তার বেহাল দশাকে স্পষ্ট করে দিল।
আরও পড়ুন : Hanskhali Minor Assault: হাঁসখালির মন্তব্য ‘অনভিপ্রেত’, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিশিষ্টজনদের