CPIM in Kolkata: ক্যানসার আক্রান্ত CPM কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সৃজনদের

Supriyo Guha | Edited By: জয়দীপ দাস

May 18, 2024 | 4:21 PM

CPIM in Kolkata: এদিন সৃজন সহ চার বাম নেতা পাটুলি থানায় ঘটনার প্রতিবাদে ডেপুটেশনও দেন। এরপরই সুর চড়িয়ে সৃজন বলেন, “নির্বাচন কমিশনকে কাউকে কারও প্রতি দয়া দেখাতে বলছি না। আমাদের ফেবার করতে হবে না। নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করুন। মানুষ তার ভোট নিজে দিক।”

Follow Us

পাটুলি: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। খাস কলকাতায় এ ঘটনায় শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সিপিএমের। নেতৃত্বে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। 

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় এই পাটুলি থানার অন্তর্গত ১১০ নম্বর ওয়ার্ডে একটি পথসভা চলছিল। অভিযোগ, পথসভা চলাকালীন একটি মাইকের তার কেটে দেওয়া হয়। তার প্রতিবাদ করায় দু’জন সিপিএম কর্মীকে মারধর করা হয়। হুমকি, ভয়, লাগাতার হেনস্থা করা হয় বলেও অভিযোগ। লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে দাবি বামেদের। যাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ তাঁরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বলেও দাবি করেছে বামেরা। 

এদিন সৃজন সহ চার বাম নেতা পাটুলি থানায় ঘটনার প্রতিবাদে ডেপুটেশনও দেন। এরপরই সুর চড়িয়ে সৃজন বলেন, “নির্বাচন কমিশনকে কাউকে কারও প্রতি দয়া দেখাতে বলছি না। আমাদের ফেবার করতে হবে না। নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করুন। মানুষ তার ভোট নিজে দিক। তারপরে দেখা যাবে। সেই জায়গা থেকে কেউ নড়াচড়া করে তাহলে প্রতিরোধ হবে। এটা যাদবপুর। মাথায় রাখতে হবে। যাদবপুর তার নিজের মেজাজে জবাব দেবে।” 

পাটুলি: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। খাস কলকাতায় এ ঘটনায় শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সিপিএমের। নেতৃত্বে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। 

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় এই পাটুলি থানার অন্তর্গত ১১০ নম্বর ওয়ার্ডে একটি পথসভা চলছিল। অভিযোগ, পথসভা চলাকালীন একটি মাইকের তার কেটে দেওয়া হয়। তার প্রতিবাদ করায় দু’জন সিপিএম কর্মীকে মারধর করা হয়। হুমকি, ভয়, লাগাতার হেনস্থা করা হয় বলেও অভিযোগ। লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে দাবি বামেদের। যাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ তাঁরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বলেও দাবি করেছে বামেরা। 

এদিন সৃজন সহ চার বাম নেতা পাটুলি থানায় ঘটনার প্রতিবাদে ডেপুটেশনও দেন। এরপরই সুর চড়িয়ে সৃজন বলেন, “নির্বাচন কমিশনকে কাউকে কারও প্রতি দয়া দেখাতে বলছি না। আমাদের ফেবার করতে হবে না। নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করুন। মানুষ তার ভোট নিজে দিক। তারপরে দেখা যাবে। সেই জায়গা থেকে কেউ নড়াচড়া করে তাহলে প্রতিরোধ হবে। এটা যাদবপুর। মাথায় রাখতে হবে। যাদবপুর তার নিজের মেজাজে জবাব দেবে।” 

Next Article