‘বঙ্গভঙ্গ’ বিতর্কের মাঝেই জল্পনা বাড়িয়ে সপ্তাহখানেকের জন্য পাহাড়ে যাচ্ছেন রাজ্যপাল

ঋদ্ধীশ দত্ত |

Jun 20, 2021 | 7:21 PM

টুইট করে নিজেই তাঁর সফরের বিষয়ে জানিয়েছেন রাজ্যপাল। যদিও কী কারণে সোমবার থেকে তিনি এই সফরে যাবেন, তা স্পষ্ট করেননি।

বঙ্গভঙ্গ বিতর্কের মাঝেই জল্পনা বাড়িয়ে সপ্তাহখানেকের জন্য পাহাড়ে যাচ্ছেন রাজ্যপাল
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ‘পৃথক উত্তরবঙ্গের’ দাবি তুলে ফের একবার ‘বঙ্গভঙ্গের’ জল্পনা উস্কে দিয়েছেন বিজেপি সাংসদ জন বার্লা। দল তাঁর মন্তব্যকে সমর্থন না করলেও নিজের মন্তব্যে অনড় রয়েছেন তিনি। এই বিতর্কের মাঝেই এ বার সপ্তাহখানেকের জন্য উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে নিজেই তাঁর সফরের বিষয়ে জানিয়েছেন রাজ্যপাল। যদিও কী কারণে সোমবার থেকে তিনি এই সফরে যাবেন, তা স্পষ্ট করেননি।

রবিবার বিকেলে একটি টুইটে রাজ্যপাল লেখেন, এক সপ্তাহের জন্য তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। সঙ্গে তাঁর সংযোজন, আগামিকাল দুপুর ১ টা ৪০-এ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। এরপর কার্শিয়ং হয়ে দার্জিলিঙে যাবেন রাজ্যপাল। তাঁর আচমকা সফরের কারণ কী, তা আগামিকাল জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এক সপ্তাহের জন্যও বা তিনি কেন যাচ্ছেন, সেটাও স্পষ্ট হতে পারে।

আরও পড়ুন: মূত্রদ্বার থেকে বেরোচ্ছে রক্ত, SSKM হাসপাতালে ১৬ দিন খোলা আকাশের নীচে শুয়ে ৭০ উর্ধ্ব বৃদ্ধ

যদিও যে সময়ে তিনি এই সফরে যাচ্ছেন তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ বর্তমানে পৃথক দু’টি প্রসঙ্গে শিরোনামে এসেছে উত্তরবঙ্গ। প্রথমত, বিজেপি সাংসদের ‘বঙ্গভঙ্গের’ দাবি। দ্বিতীয়ত, একাধিক নারী নির্যাতনের ঘটনার জেরে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে সুর সপ্তমে থাকা রাজ্যপাল কি তবে এ বার এই ঘটনাগুলি নিয়েও সরব হবেন? সম্পূর্ণ ছবিটা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: এক্সক্লুসিভ: জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ভাবনা কেন্দ্রের, দাবি সূত্রের

Next Article