Amit Shah: বৃষ্টিস্নাত কলকাতায় পা শাহের! স্বাগত জানাতে গেলেন সুকান্ত-শুভেন্দু, হদিশ মিলল না দিলীপের

Amit Shah: বিমানবন্দর থেকে বেরিয়েই কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন শাহ। হাত নাড়িয়ে জানান অভিবাদন। তারপর কনভয় গাড়িতে উঠে রওনা দেন বাইপাসের ধারের অভিজাত হোটেলে রাত্রীবাসের জন্য। যখন শাহ বাংলায় পা রাখলেন সেই মুহূর্তে গোটা কলকাতা জুড়ে জড়ো হয়েছে বিচ্ছিন মেঘ।

Amit Shah: বৃষ্টিস্নাত কলকাতায় পা শাহের! স্বাগত জানাতে গেলেন সুকান্ত-শুভেন্দু, হদিশ মিলল না দিলীপের
কলকাতায় এলেন শাহImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

May 31, 2025 | 11:09 PM

কলকাতা: আগামিকাল ঠাসা কর্মসূচি। তাই শনিবারই বৃষ্টিস্নাত কলকাতায় চলে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন উত্তরবঙ্গ সফরে। আলিপুরদুয়ারে করেছিলেন জনসভা। সেই সফরের দিন তিনেকের মধ্যেই এবার রাজ্যে এলেন বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ শাহী বিমান নেমেছে কলকাতায়। সেই সময় তাঁকে সাদরে আমন্ত্রণ জানাতে বিমানবন্দরেই আগে থেকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বরা।

বিমানবন্দর থেকে বেরিয়েই কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন শাহ। হাত নাড়িয়ে জানান অভিবাদন। তারপর কনভয় গাড়িতে উঠে রওনা দেন বাইপাসের ধারের অভিজাত হোটেলে রাত্রীবাসের জন্য। যখন শাহ বাংলায় পা রাখলেন সেই মুহূর্তে গোটা কলকাতা জুড়ে জড়ো হয়েছে বিচ্ছিন মেঘ। হালকা-মাঝারি বৃষ্টিও হয়েছে বেশ কিছু জায়গায়। আর সেই বৃষ্টিস্নাত কলকাতাতেই রাতের অন্ধকারে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘রাত সাড়ে দশটা বাজে। তাও কর্মী-সমর্থকরা শাহকে আমন্ত্রণ জানাবেন বলে উপস্থিত রয়েছে। এটাই নতুন বাংলা। মানুষ পরিবর্তন চায়।’ স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ও। তিনি বলেন, ‘বাংলা ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। তিনি আগেও বাংলাতে এসেছেন এবং তাঁর প্রতি মানুষের উৎসাহ দেখতে পেয়েছেন।’

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনের আগে বাংলায় শাহী-সফর কোথাও গিয়ে দলের কর্মী-সমর্থকদের পুনরায় চাঙ্গা করবে বলেই মনে করছে পদ্ম শিবির। সেই ভিত্তিতেই আগামিকাল দু’টি সাংগঠনিক বৈঠক রয়েছে শাহের। একটি হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, অন্যটি, রাজারহাটে। শাহের আগমনের কালে একাধিক শীর্ষ নেতার উপস্থিতি দেখা গেলেও বিমানবন্দরে খোঁজ মিলল না দিলীপ ঘোষের। সূত্রের খবর, নেতাজি ইন্ডোরে আয়োজিত সাংগঠনিত বৈঠকেও এখনও পর্যন্ত দিলীপের আমন্ত্রণের কোনও খবর নেই। সম্প্রতি, মমতার আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকে দিলীপ নিয়ে দলে বেড়েছে অস্বস্তি। তারপরই শাহের আগমন। কিন্তু সেই ক্ষণে হদিশ নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।