শুক্রবার বঙ্গ সফরে এলেন না শাহ, বিস্ফোরণের পর নিরাপত্তা নিয়ে বৈঠক শনিবার সকালে

ঋদ্ধীশ দত্ত |

Jan 29, 2021 | 11:45 PM

দিল্লি বিস্ফোরণের পর সার্বিক নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার সকালেও একাধিক উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে তাঁর বাসভবনে।

শুক্রবার বঙ্গ সফরে এলেন না শাহ, বিস্ফোরণের পর নিরাপত্তা নিয়ে বৈঠক শনিবার সকালে
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: শুক্রবার রাতে অমিত শাহের পা রাখার কথা ছিল কলকাতায়। কিন্তু, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি আপাতত আসছেন না রাজ্যে।  শনিবার সকালে বাংলায় শাহের যে কর্মসূচি ছিল, তা হচ্ছে না।

 

দিল্লি বিস্ফোরণের পর সার্বিক নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইডি বিস্ফোরণের অভিঘাত কম হলেও তা প্রধানমন্ত্রীর বাসভবনের থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে ঘটে। বিস্ফোরণটি ঘটে ইজরায়লি দূতাবাসের সামনে। এরপরই একের পর এক বৈঠক করেন শাহ। সূত্রের খবর, আগামিকাল সকালেও তিনি বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন: একুশের ভোটে ফের তারকা-তাস! শালীনতার সীমা বেঁধে দিলেন মমতা

সেই বৈঠকের কারণেই এদিন রাজ্যে এলেন না কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। তিনি কবে আসতে পারেন সে সম্পর্কেও কোনও তথ্য এখনও পর্যন্ত বিজেপির তরফে জানানো হয়নি।

আরও পড়ুন: অভিষেককে আইনি নোটিস দিয়ে সুস্থতা কামনা শুভেন্দুর

 

Next Article