AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এ বার ১.২ কোটির প্রতারণার অভিযোগ দেবাঞ্জনের বিরুদ্ধে, এফআইআর হেয়ার স্ট্রিট থানায়

Fake Vaccine Kolkata: একদিকে জালিয়াতি, অপরদিকে প্রতারণা, নতুন করে জোড়া অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে দেবাঞ্জনের বিরুদ্ধে।

এ বার ১.২ কোটির প্রতারণার অভিযোগ দেবাঞ্জনের বিরুদ্ধে, এফআইআর হেয়ার স্ট্রিট থানায়
ছবি-ফেসবুক
| Updated on: Jun 28, 2021 | 10:56 PM
Share

কলকাতা: একটা একটা করে দিন গড়াচ্ছে, আর দেবাঞ্জন দেবের জালিয়াতির তালিকা ততই দীর্ঘ হচ্ছে। সোমবার নতুন করে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হল ভুয়ো টিকা-কাণ্ডের মূল পাণ্ডা দেবাঞ্জনের বিরুদ্ধে। সূত্রের খবর, এ বার এক ব্যবসায়ীর থেকে ১ কোটির বেশি টাকার জিনিস নিয়ে তাঁকে ঠকানোর অভিযোগে একটি পৃথক মামলা রুজু হয়েছে। অভিযোগ, প্রায় ১.২ কোটি টাকার মাস্ক ও স্যানিটাইজার নেওয়ার পরও ওই ব্যবসায়ীকে কোনও টাকা দেয়নি দেবাঞ্জন।

একদিকে জালিয়াতি, অপরদিকে প্রতারণা, নতুন করে জোড়া অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে দেবাঞ্জনের বিরুদ্ধে। জনকল্যাণমূলক কাজের অছিলায় অভিযুক্ত যেভাবে বিভিন্ন জায়গায় মাস্ক ও স্যানিটাইজার বিলি করত, সেই কাজের জন্যই এই বিরাট অঙ্কের সামগ্রী নিয়েছিল দেবাঞ্জন। কিন্তু, পরিবর্তে দেবাঞ্জন এক টাকাও দেয়নি। এই অভিযোগেই নতুন করে এফআইআর দায়ের করা হয়। সূত্রের খবর, এই অভিযোগের প্রেক্ষিতেও নতুন করে তদন্ত শুরু করতে পারে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন: মন্ত্রিসভায় পাস হওয়া ভাষণের খসড়া ‘অসাংবিধানিক’, বিধানসভায় পাঠ করতে নারাজ রাজ্যপাল

অন্যদিকে, সোমবার ভুয়ো টিকা-কাণ্ডে আরও ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে লালবাজার। এঁদের বেশ কয়েকজন দেবাঞ্জন দেবের অফিসের প্রাক্তন ও বর্তমান কর্মী। তদন্তকারীদের দাবি, টাকার বিনিময়ে এঁদের চাকরি দিয়েছিলেন দেবাঞ্জন। অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখে গোয়েন্দাদের ধারণা, ২০২০ সাল থেকে ২ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। ভুয়ো নথি দিয়ে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ২০ লক্ষ টাকা ঋণও নিয়েছিলেন দেবাঞ্জন।

আরও পড়ুন: ‘জৈন হাওয়ালা মামলার চার্জশিটে আমার নাম নয়, যশবন্ত সিনহার নাম ছিল’, পাল্টা বিস্ফোরক ধনখড়