কলকাতা: বীরভূমে ফিরলেও সেই একচ্ছত্র ক্ষমতা আর নেই তাঁর। কোর কমিটিতে সঙ্গে নিয়ে রাজনৈতিক কাজকর্ম চালানোর বার্তা দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। এবার অনুব্রত ডাক পেলেন কালীঘাটে। তিহাড় থেকে ফেরার পর নানা রাজনৈতিক মঞ্চে তাঁকে দেখা গেলেও, এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর। এবার কালীঘাটে মমতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে অনুব্রতর।
আগামিকাল, সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সুব্রত বকসিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে দেখা গিয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, দলের মধ্যে কোনও বড় রদবদলও হতে পারে। সোমবারের বৈঠক তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বৈঠকেই কেষ্ট মণ্ডলও ডাক পেয়েছেন বলে সূত্রের খবর।
বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার নেতারা। অনুব্রত মণ্ডল সেই আলোচনায় গুরুত্ব পেতে পারেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডলকে বার্তা দেওয়া হয়, তাঁর অনুপস্থিতিতে যে কোর কমিটি তৈরি হয়েছিল, তাকে নিয়েই চলতে হবে। এবার সামনা-সামনি তাঁকে মমতা কোনও বার্তা দেন কি না, সেটাই দেখার।