AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: অফিসে নেই, তবু খাতায় সই করেন বীরভূমের ‘অদৃশ্য’ হিটলার, নিয়মের ধারই ধারেন না অনুব্রতর সেই ডাক্তার!

Anubrata Mondal: বিএম‌ওএইচ হিটলার চৌধুরীর মাথায় কার হাত আছে? কী ভাবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজে আর‌এম‌ও হিসেবে কাজ করছেন তিনি?

Anubrata Mondal: অফিসে নেই, তবু খাতায় সই করেন বীরভূমের 'অদৃশ্য' হিটলার, নিয়মের ধারই ধারেন না অনুব্রতর সেই ডাক্তার!
অফিসে ফাঁকা হিটলারের চেয়ারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2025 | 1:49 PM
Share

তন্ময় প্রামাণিক ও সৌরভ দত্তের রিপোর্ট

বীরভূম ও কলকাতা: যত দিন যাচ্ছে, হিটলারে ‘হিটলারি’ যেন অবাক করছে। যাঁর সই করা মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়ে পাঁচ পাঁচটা দিন হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই হিটলার চৌধুরীর ‘কীর্তি’ ক্রমশ প্রকাশ্যে আসছে। আর সেই সব বিষয় প্রকাশ্যে আসার পর থেকেই বেপাত্তা ওই ডাক্তার। একদিকে অভিযোগ উঠেছে, সরকারি দফতরে পদাধিকারী হয়েও বেসরকারি মেডিক্যাল কলেজে কাজ করেন। সেখানেই শেষ নয়, অফিসে না গিয়েও নাকি দিনের পর দিন হাজিরার খাতায় সই করছেন তিনি। TV9 বাংলার হাতে উঠে এল সেই তথ্য।

বীরভূমের ব্লক স্বাস্থ্য অধিকর্তা এই হিটলার চৌধুরী। গত কয়েকদিন ধরে সেই দফতরে গিয়ে খোঁজ করলেও দেখা যায়, হিটলার অনুপস্থিত। কোথায় তিনি? গ্রামে কোনও চিকিৎসা সংক্রান্ত কাজ করছেন? সরকারি কাজে বাইরে আছেন? উত্তর নেই ব্লক প্রশাসনের কাছে। এদিকে, হাজিরার খাতায় তাঁর সই স্পষ্ট। প্রশ্ন উঠছে, অনুপস্থিত থেকেও কীভাবে দিনের পর দিন সই করছেন তিনি?

বিএম‌ওএইচ হিটলার চৌধুরীর মাথায় কার হাত আছে? কী ভাবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজে আর‌এম‌ও হিসেবে কাজ করছেন তিনি? অনুব্রত ঘনিষ্ঠ মলয় পীটের হাসপাতালে চাকরি পেয়ে গেলেন কীভাবে? এই প্রশ্নের উত্তর নেই স্বাস্থ্য ভবনের কাছেও। অস্বস্তি বাড়ছে স্বাস্থ্যকর্তাদের।

অস্বস্তিকর প্রশ্নের মুখে কোন‌ও মন্তব্য করতে চাইলেন না রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। শুক্রবার এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে কার্যত এড়িয়ে যান তিনি। সংবাদমাধ্যমের বুম দেখেই বলেন, ‘এই নিয়ে কোনও কথা বলব না।’ তাহলে কার মদতে হিটলারের এমন বাড়বাড়ন্ত? প্রশ্ন থেকেই যাচ্ছে।