AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beldanga Case: ‘NIA-এ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র’, বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

Beldanga Case in HC: প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন, "ওই ঘটনা কি শুক্রবার হয়েছিল?" রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "হ্যাঁ শুক্রবার ছিল, আলাউদ্দিনের মৃত্যু ঝাড়খণ্ডে হয়েছে। ১২.১৫ টা নাগাদ একজন সাংবাদিককে মারধর করা হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।"

Beldanga Case: 'NIA-এ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র', বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2026 | 3:43 PM
Share

কলকাতা: বেলেডাঙায় অশান্তি নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনীকে বেলডাঙায় ব্যবহারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও  বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএম, এসপি-কে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে ইতিমধ্যেই ৫ কোম্পানি বাহিনী রয়েছে। রায়ের কপিতে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন,  জীবন ও জীবিকা রক্ষা ও পরিস্থিতি মোকাবিলার জন্য যাতে সেই বাহিনী মোতায়েন করা হোক।  যদি বাহিনী কম থাকে, সেক্ষেত্রে রাজ্যের উদ্দেশে আদালতের পরামর্শ, তাহলে আরও বেশি বাহিনীর জন্য কেন্দ্র অনুমোদন দিক। মামলাকারীর অভিযোগ ছিল, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, অশান্তির সময়ে তাদের ব্যবহার করা হয়নি, পরে ব্যবহার করা হয়েছে। আদালত এবার রাজ্য CAPF ব্যবহারের নির্দেশ দেয়। এই মামলার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, NIA তদন্তের দাবি। মামলাকারীর বক্তব্য, দেশের শান্তি নষ্ট করার জব্য বাইরের দেশ থেকে টাকা পাঠানো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে NIA তদন্তের প্রয়োজন বলে দাবি তাঁর। বিচারপতি নির্দেশ দিয়েছেন, NIA তদন্তের যদি প্রয়োজন মনে করে কেন্দ্র, তাহলে সম্পূর্ণরূপে স্বাধীনতা তাদের থাকবে।

বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে সোমবার, ১৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার আদালতে মামলাকারীর আইনজীবী জানান, মুর্শিদাবাদের বেলডাঙায় আসলে প্রতিবাদের নাম করে ধ্বংস করা হয়েছে একাধিক সম্পত্তি। রেলের সম্পত্তি নষ্ট করা হয়েছে। সাংবাদিককে মারধর করা হয়েছে। জাতীয় সড়ক বন্ধ করে তাণ্ডব চলেছে। তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গোটা অশান্তি যে পূর্ব পরিকল্পিত, সেটা পুলিশ সুপারও স্বীকার করেছেন। অথচ তাঁর বক্তব্য, কোনও সেন্টিমেন্টকে আঘাত করা যাবে না, এটা বলছেন!

মামলাকারী পূর্ব ঘটনাক্রম তুলে ধরে আদালতে জানান, গত বছর জুলাই মাসে একই ধরণের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। মুর্শিদাবাদেই বাহিনী রয়েছে। কিন্তু মামলাকারীর অভিযোগ,  যদিও তাদের ব্যবহার করছে না রাজ্য। সামসেরগঞ্জ, ধুলিয়ানে বাহিনী থাকলেও, সেটা বেলডাঙায় ব্যবহার হয়নি বলে মামলাকারীর অভিযোগ। তাঁর আবেদন,  ভারতীয় ন্যায় সংহিতায় ১৬৩ ধারা (১৪৪ ধারা) প্রয়োগ করতে হবে বেলডাঙায়।

তখন রাজ্যের তরফে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “এর আগে মুর্শিদাবাদের ঘটনায় ৫০০ জন গ্রেফতার হয়েছে । ঘরছাড়াদের ঘরে ফেরানো হয়েছে।”  বিচারপতি তখন জানতে চান, “এখন কী ব্যবস্থা হয়েছে।” রাজ্যের তরফে জানানো হয়, “আমরা প্রসাশনিকভাবে সব সিদ্ধান্ত নিয়েছি। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়।”

প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন, “ওই ঘটনা কি শুক্রবার হয়েছিল?” ঘটনাক্রম বিবরণ দিয়ে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “হ্যাঁ শুক্রবার ছিল, আলাউদ্দিনের মৃত্যু ঝাড়খণ্ডে হয়। ১২.১৫ টা নাগাদ একজন সাংবাদিককে মারধর করা হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।” তিনি জানান, ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। চারটি মামলা রুজু হয়েছে থানায়। ৫ কোম্পানি CAPF ক্যাম্প রয়েছে, এবং তাঁদের  ব্যবহারও করা হয়েছে বলে রাজ্যের দাবি, এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বেলডাঙার পরিস্থিতি এখন সব স্বাভাবিক, বাজার খুলে গিয়েছে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে।  তখন রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “ইতিমধ্যেই CAPF সেখানে মোতায়েন রয়েছে। সেই ফোর্স ব্যবহার করা হোক জীবন ও জীবিকা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ফোর্স কম থাকলে, আরও বেশি ফোর্স কেন্দ্র অনুমোদন দিক।”

বিচারপতি সেন রাজ্যের উদ্দেশে বলেন, “মামলাকারীর অভিযোগ, পরিস্থিতি সামলাতে রাজ্য ব্যর্থ। ঘটনা ঘটার সময় বাহিনী ব্যবহার করেনি রাজ্য।” রাজ্যের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, ” মামলাকারী এই অভিযোগের ভিত্তিতে কী বলবেন?” তা শুনেই রাজ্যের আইনজীবী বলেন, “এটা নতুন কোনও অভিযোগ নয়। আসলে ওনার মক্কেল চান CAPF, BSF সব জায়গায় চলে আসুক। রাজ্য ব্যবস্থা নিয়েছে ঘটনার দিন ও তার পরেও।”

BJP কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, শমীক বললেন 'রাম এখানে ব্রাত্য'
BJP কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, শমীক বললেন 'রাম এখানে ব্রাত্য'
শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো
শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো
মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ 'ছেদের' আশঙ্কায় 'আত্মঘাতী' স্বামী!
মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ 'ছেদের' আশঙ্কায় 'আত্মঘাতী' স্বামী!
মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ
কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ
সিইও দফতরে যাবেন অভিষেক, সময় চেয়ে মেইল পাঠাল তৃণমূল
সিইও দফতরে যাবেন অভিষেক, সময় চেয়ে মেইল পাঠাল তৃণমূল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা
ট্রেন থেকে নামিয়ে রায়পুরে আটক বাংলার ৩ পরিযায়ী শ্রমিক
ট্রেন থেকে নামিয়ে রায়পুরে আটক বাংলার ৩ পরিযায়ী শ্রমিক
এসআইআর আবহে ব্যাপক বিক্ষোভ বারুইপুরে
এসআইআর আবহে ব্যাপক বিক্ষোভ বারুইপুরে