Suvendu Adhikari: মেসি-কাণ্ডে গ্রেফতারির দাবি শুভেন্দুর

Suvendu on Messi: পুলিশ ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে টাকা ফেরানোর কথা বলেছে। টাকা না ফেরালে আইনি ব্যবস্থার কথাও বলেছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। অন্যদিকে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে মেসি-সহ সমস্ত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Suvendu Adhikari: মেসি-কাণ্ডে গ্রেফতারির দাবি শুভেন্দুর
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 13, 2025 | 5:26 PM

কলকাতা: যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা। উদ্যোক্তাদের আগেই গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই দাবিতে সুর চড়িয়ে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছু সময় আগেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুভেন্দু যদিও রাজ্যের দুই মন্ত্রীর গ্রেফতারির দাবিও তুলছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। 

শুধু তাই নয়, যুবভারতীতে আগত সমস্ত দর্শকের টিকিটের দাম ১০০ শতাংশ ফেরানোর দাবি তুলেছেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে তোপের পর তোপ দেগেছেন। তিনি লেখেন, “ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি যুবভারতীতে ঢোকা মাত্র তাঁকে অন্তত ১০০ জন নেতা মন্ত্রী ও তাঁদের আত্মীয়-পরিজন-শাগরেদদের ভিড় ঘিরে ধরে। ফলে গ্যালারি থেকে তাঁকে দেখার কোনও উপায় ছিল না।” এরপরই খোঁচা দিয়ে তিনি লেখেন, “ভোটের আগে লিওনেল মেসির সাথে ছবি তুলে ‘খেলা হবে’ করতে গেছিলেন ! উল্টে প্রতারিত দর্শক খেলা দেখিয়ে দিয়েছে।”

তবে পুলিশ ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে টাকা ফেরানোর কথা বলেছে। টাকা না ফেরালে আইনি ব্যবস্থার কথাও বলেছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। অন্যদিকে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে মেসি-সহ সমস্ত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তৈরি হয়েছে তদন্ত কমিটিও। এরইমধ্যে শতদ্রুকে জেরা করে পুলিশের হাতে কোন তথ্য় উঠে আসে সেটাই দেখার। তীব্র চাপানউতোর চলছে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক মহলে।