Coal Scam: কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রের জামিন আটকাল সিবিআই

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 08, 2021 | 11:03 PM

CBI probe Coal Scam: আসানসোল আদালতে বুধবার বিকাশের আবেদনের শুনানিতে সিবিআই তার জামিন খারিজের আর্জি জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

Coal Scam: কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রের জামিন আটকাল সিবিআই
সিবিআই। ফাইল ছবি।

Follow Us

কলকাতা : কয়লাপাচার কাণ্ডে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের জামিন আটকাল সিবিআই। আসানসোল আদালতে বুধবার বিকাশের আবেদনের শুনানিতে সিবিআই তার জামিন খারিজের আর্জি জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। এখন বিকাশকে গ্রেফতার করতে তৎপর সিবিআই। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বিকাশ মিশ্র। সিবিআই সূত্রের খবর, তার শারীরিক অবস্থা জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি কয়লাপাচার কাণ্ডে মূল চক্রী অনুপ মাজি ওরফে লালা, বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রর ৯.২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি, গাড়ি, বেনামে থাকা সম্পত্তি ও কারখানাও রয়েছে। তদন্ত শুরু করার পর কয়লাপাচার কাণ্ডে বড় অঙ্কের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে। এর আগে বিনয় মিশ্রের বাড়িও বাজেয়াপ্ত করা হয়েছিল। সব মিলিয়ে মোট সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযোগ, গরু পাচারকাণ্ড ও কয়লা পাচারকাণ্ডে প্রভাবশালীদের কাছে টাকা লেনদেনের অন্যতম মাধ্যম ছিলেন বিনয়। যদিও একাধিকবার তিনি সে সব অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন। তবে একদিকে ইডি যখন তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, সিবিআইও এফআইআর দায়ের করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। এরই মধ্যে বিনয় মিশ্রও পাল্টা কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানান, এই জিজ্ঞাসাবাদ পর্ব যেন ভার্চুয়ালি হয়।

প্রসঙ্গত, কয়লা ও গরুপাচার কাণ্ডে পলাতক বিনয় মিশ্র গত বছরই ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এর পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুর নাগরিকত্ব নেন তিনি।

উল্লেখ্য এর আগে, কয়লা কাণ্ডে (CBI On Coal Smuggling Case) মূল চক্রী অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার ৫০ রকমের সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় আসানসোল সিবিআই আদালত (CBI Court)। জমি, বাড়ি-সহ বিভিন্ন সম্পত্তি রয়েছে লালার। এই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, ৬৮ জায়গায় সম্পত্তি রয়েছে লালার। পুরুলিয়া, আসানসোল, রানিগঞ্জ, বাঁকুড়া, দুর্গাপুরে এই সম্পত্তি রয়েছে অনুপ মাঝি ওরফে লালার। এর মধ্যে কয়েকশো একর জমি রয়েছে, যেখানে কয়লা খনি বানাতে চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন : KMC Election 2021: ‘কলকাতার প্রথম ৩ মেয়র পড়তেন প্রেসিডেন্সিতে, শেষ ৩ ছিলেন প্রেসিডেন্সি জেলে’

Next Article