ASHA Worker Protest: বকেয়া বেতনের দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, পুলিশের সঙ্গে ব্য়াপক ধস্তাধস্তি
ASHA Worker: শেষ পর্যন্ত আশা কর্মীদের সংগঠনের ১৫ জন সদস্যদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দীর্ঘ দেড় ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব। আশা কর্মীদের সংগঠনের সদস্যরা বলছেন, বৈঠকে ১০ দফা দাবি নিয়ে আলোচনা হয়।
কলকাতা: বকেয়া বেতন-সহ একগুচ্ছ দাবিতে এবার সল্টলেকে স্বাস্থ্য দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ আশা কর্মীদের। এদিন প্রায় ৫০০ থেকে ৬০০ আশাকর্মী জড়ো হন স্বাস্থ্যভবনের সামনে। পুলিশের সঙ্গেও ব্য়াপক ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত আশা কর্মীদের সংগঠনের ১৫ জন সদস্যদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দীর্ঘ দেড় ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব। আশা কর্মীদের সংগঠনের সদস্যরা বলছেন, বৈঠকে ১০ দফা দাবি নিয়ে আলোচনা হয়।

