
কলকাতা: পুরোদমে চলছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি যেতে বিএলও-দের ৮ দিনের সময়সীমা দিয়েছিল নির্বাচন কমিশন। এই সময়কালেই প্রায় সাত কোটির কাছাকাছি ভোটারের কাছে পৌঁছে গিয়েছে এনুমারেশন ফর্ম। এদিকে বিএলও হিসাবে সিংহভাগ কাজই সামলাচ্ছেন শিক্ষকরা। সামানেই আবার শেষ হতে চলেছে এবারের শিক্ষাবর্ষ। রয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক। এমতাবস্থায় এসআইআর প্রক্রিয়া চালু হতেই গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উঠে গিয়েছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। বিএলও-র দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন শিক্ষকরা, ফর্ম দিয়ে এলেও এখনও নিয়ে আসা বাকি। সঙ্গে আরও কত কাজ। এমতাবস্থায় কীভাবে শেষ হবে সিলেবাস? কেই বা নেবে ক্লাস? সবটা নিয়েই চাপানউতোর। আজ সবটা নিয়েই টিভি ৯ বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আমি কথা বলব জয়দীপ। তথ্য বলছে আমাদের রাজ্যে ৮ হাজার ২০০ এমন প্রাথমিক স্কুল রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক। ফলে এসআইআর পর্ব শুরু হতেই অবস্থাটা কী দাঁড়িয়েছে নিশ্চয় অনুমান করতে...