Vande Bharat Sleeper: হাওড়া থেকে কটার সময় ছাড়বে বন্দে ভারত স্লিপার? কোন কোন স্টেশনে দাঁড়াবে?

Vande Bharat Sleeper at Howrah: তবে ডাউন হাওড়া-কামাখ্যা বুধবার এবং আপ কামাখ্যা - হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বৃহস্পতিবার চলবে না। আপাতত মোট দুটি রেক আনা হয়েছে বলেই জানা যাচ্ছে। এগুলিই যাতায়াত করবে। রেল মন্ত্রকের তরফে ১৭ জানুয়ারি উদ্বোধনের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

Vande Bharat Sleeper: হাওড়া থেকে কটার সময় ছাড়বে বন্দে ভারত স্লিপার? কোন কোন স্টেশনে দাঁড়াবে?
প্রতীকী ছবি Image Credit source: Sonu Mehta/HT via Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jan 09, 2026 | 4:53 PM

কলকাতা: বন্দে ভারতের পর এবার ছুটবে বন্দে ভারত স্লিপার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে বাংলাতেই। কিছুদিন আগেই সে কথা জানিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু কখন, কোন সময় ছাড়বে তা জানা যায়নি। অবশেষে সরকারিভাবে প্রকাশিত হল বন্দে ভারত স্লিপারের সময়সূচি। কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটির তালিকাও প্রকাশ করা হল। 

শুক্রবার রেল মন্ত্রক যে বিজ্ঞপ্তি প্রকাশ করল তাতে দেখা যাচ্ছে, হাওড়া থেকে কামাখ্যা অর্থাৎ গুয়াহাটিগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৫) ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিট নাগাদ। যা পৌঁছাবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিট নাগাদ। উল্টো পথে কামাখ্যা থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৫) ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ। হাওড়া পৌঁছাবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ। আপ এবং ডাউন দু’টি ক্ষেত্রে এই সপ্তাহে ছয় দিন এই এক্সপ্রেস চলবে। 

তবে ডাউন হাওড়া-কামাখ্যা বুধবার এবং আপ কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বৃহস্পতিবার চলবে না। আপাতত মোট দুটি রেক আনা হয়েছে বলেই জানা যাচ্ছে। এগুলিই যাতায়াত করবে। রেল মন্ত্রকের তরফে ১৭ জানুয়ারি উদ্বোধনের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। মালদহে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের পর একটি রেক মালদহ থেকে চলে যাবে গুয়াহাটি অর্থাৎ কামাখ্যা। দ্বিতীয়টি মালদহ থেকে হাওড়া এসে পৌঁছবে। 

কামাখ্যা অর্থাৎ গুয়াহাটি এবং হাওড়া ছাড়াও মোট ১৩টি স্টেশন থামবে এই ট্রেন। কামাখ্যা থেকে বেরিয়ে রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, কিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফরাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া নবদ্বীপ এবং ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছবে।