তৃণমূল ত্যাগী বিজেপি নেতার হাসপাতালে হামলা, অভিযোগের তির ঘাসফুলে

হামলার জেরে চরম চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে আসে নারকেলডাঙা থানার পুলিশ।

তৃণমূল ত্যাগী বিজেপি নেতার হাসপাতালে হামলা, অভিযোগের তির ঘাসফুলে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 06, 2021 | 2:54 PM

কলকাতা: বেলা ১১টা নাগাদ সদ্য তৃণমূল ছেড়ে আসা বিজেপি (BJP) নেতা সজল ঘোষের (Sajal Ghosh) হাসপাতালে হামলা। সজলের অভিযোগ, পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে তৃণমূল। মানিকতলার জেএন রায় হাসপাতালে (J N Roy) শনিবার বেলা ১১টা নাগাদ হঠাৎ চড়াও হন বেশ কয়েকজন। এরপর তাঁরা হাসপাতালের কর্মীদের চরম হেনস্থা করেছে বলে অভিযোগ হাসপাতালের তরফে।

গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে। হাসপাতাল সূত্রে খবর, এ দিন প্রথমে নিহার রঞ্জন ঘোষের নেতৃত্বে একদল হাসপাতালে চড়াও হয়। তারপর হাসাপাতালের এক কর্মীকে ধাক্কা মেরে বের করে দেয় হামলাকারীরা। মহিলা হামলাকারীরা ক্যাশ কাউন্টারে মহিলা কর্মীদের কাছ থেকে চাবি নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। গোটা ঘটনায় সজলের দাবি, তৃণমূল ছেড়ে আসায় তৃণমূলের পক্ষ তেকেই এই পরিকল্পিত হামলা হয়েছে।

হামলার জেরে চরম চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে আসে নারকেলডাঙা থানার পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নিহার রঞ্জন ঘোষকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। এই নিহার রঞ্জন ঘোষ এলাকায় বাম নেতা বলে পরিচিত। তাঁর দাবি, এক রোগীর অতিরিক্ত বিল মেটানোর জন্যই তিনি হাসপাতালে এসেছিলেন। সেখানেই পাল্টা অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের যে যদি বিল মেটাতেই তিনি এসে থাকেন, তাহলে কেন ক্যাশের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হল! এ-ও জানা গিয়েছে, এই নিহার রঞ্জন ঘোষও আগে হাসপাতাল পরিচালনার কাজ করতেন। সেদিক থেকে উঠছে মালিকানা নিয়ে বিবাদের প্রসঙ্গও।

আরও পড়ুন: একজনের শ্লীলতাহানি, অন্যজনকে ধর্ষণ, খাস কলকাতায় যৌন লালসার শিকার দুই বোন