Kolkata: রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা! লালবাজার থেকে ছুটে এল পুলিশ, সিপিএম দেখছে তৃণমূলের ছায়া

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jan 10, 2025 | 3:07 PM

Kolkata: বিরোধীরা আবার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন। বিরোধী শিবিরের একাংশের নেতাদের দাবি, তৃণমূল ছাড়া এ কাজ কেউ করতে পারে না। বিদ্যুৎ বিশ্বাস ও তাঁর পরিবার যথেষ্ট আতঙ্কে রয়েছে। ভয়ের কারণে কারও নাম করছেন না।

Kolkata: রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা! লালবাজার থেকে ছুটে এল পুলিশ, সিপিএম দেখছে তৃণমূলের ছায়া
চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বামনঘাটা: রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা। ভাঙচুর চলল গাড়িতে। বাইরে থেকে লাগিয়ে দেওয়া হল তালা। চাঞ্চল্যকর ঘটনা কলকাতার লেদার কমপ্লেক্স থানার নিউ বামনঘাটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিউ বামনঘাটা এলাকায় বিদ্যুৎ বিশ্বাসের বাড়িতে হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী। বাড়ির বাইরে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। 

অভিযোগ, বাড়ির বাইরে থেকে তিনটি গেটে তালা লাগিয়ে দেয়া হয়। ফলে ভিতরে আটকে যায় পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত তাঁরা ১০০ ডায়াল করেন। খবর যায় লালবাজারে। পুলিশ এসে বিদ্যুৎ বিশ্বাস ও তাঁর পরিবারকে মুক্ত করে। ঘটনায় ইতিমধ্যে লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন বিদ্যুৎ বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। 

বিরোধীরা আবার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন। বিরোধী শিবিরের একাংশের নেতাদের দাবি, তৃণমূল ছাড়া এ কাজ কেউ করতে পারে না। বিদ্যুৎ বিশ্বাস ও তাঁর পরিবার যথেষ্ট আতঙ্কে রয়েছে। ভয়ের কারণে কারও নাম করছেন না। তোলাবাজির কারণেই হামলা বলে অভিযোগ বাম শিবিরের। ঘটনার তদন্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশ্বাস পরিবারের সদস্যদের। 

Next Article