CPIM Tanmay Bhattacharya: তন্ময় ভট্টাচার্যকে জোর ধাক্কা, ‘২ সেকেন্ডে বুঝে নেব’, গলা তুললেন প্রার্থীও

Subrata Banerjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 01, 2024 | 11:35 AM

CPIM Tanmay Bhattacharya: তন্ময় বলেন, "সকাল থেকে সব বুথ পরিদর্শনে যাচ্ছি। এখানেও এসেছিলাম। এজেন্টের সঙ্গে কথা বলে বেরিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গো ব্যাক বলে চীৎকার করতে থাকে।" বুথে ভোট প্রভাবিত করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।

CPIM Tanmay Bhattacharya: তন্ময় ভট্টাচার্যকে জোর ধাক্কা, ২ সেকেন্ডে বুঝে নেব, গলা তুললেন প্রার্থীও
তন্ময় ভট্টাচার্যকে ধাক্কা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সকালে বুথে গিয়ে ধাক্কা খেলেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বরানগর উপ নির্বাচনের প্রার্থী তথা বর্ষীয়ান বাম নেতাকে এদিন প্রথমে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হয়। হাত ধরে টানাটানি করার ছবিও প্রকাশ্যে এসেছে। প্রার্থীর দাবি, বুথে বুথে গিয়ে এজেন্টদের সঙ্গে কথা বলছিলেন তিনি। আচমকা তাঁকে সরে যেতে বলা হয়, ধমকও দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছিলেন বাম প্রার্থী।

বরানগরের বিকেসি কলেজে এই ধস্তাধস্তির ছবি প্রকাশ্যে এসেছে। তিন-চারজনের সঙ্গে প্রথমে বচসা ও পরে হাতাহাতি চলে। তন্ময় ভট্টাচার্যের দাবি, তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূল নেতারা। পাল্টা তিনিও জবাব দেন তৃণমূল নেতাদের।

তন্ময় বলেন, “সকাল থেকে সব বুথ পরিদর্শনে যাচ্ছি। এখানেও এসেছিলাম। এজেন্টের সঙ্গে কথা বলে বেরিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গো ব্যাক বলে চীৎকার করতে থাকে।” বুথে ভোট প্রভাবিত করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। প্রার্থী বলেন, “বুথে যাচ্ছিলাম, কিন্তু কোনও ভোটারের সঙ্গে কথা বলিনি।”

তাঁর দাবি, পুরসভা ভোটে তৃণমূল রিগিং করে জিতেছে। এবার সেই সুযোগ পাচ্ছে না। তাই সিপিএম এজেন্টকে ধমক দেওয়া হচ্ছে। তবে ছেড়ে কথা বলছেন না তন্ময় ভট্টাচার্যও। তিনি বলেন, “তৃণমূলের জোর কমছে। ওদেরও ঘুষির জোর কমছে। ওরা আমাকে বলেছে, ২ মিনিট লাগবে বুঝে নিতে। আমিও বলেছি, তোমার যদি ২ মিনিট লাগে, আমারও ২ সেকেন্ড সময় লাগবে।” উল্লেখ্য, এদিন লোকসভা ভোটের পাশাপাশি বরানগর বিধানসভা আসনে উপ নির্বাচন চলছে।

Next Article