Local Train: হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-হরিপাল-গোঘাটের যাত্রীদের জন্য দুঃসংবাদ! বাতিল ২৯ লোকাল

Local Train: রেল জানাচ্ছে, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনই দেওয়া হয়েছে বিবৃতি।

Local Train: হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-হরিপাল-গোঘাটের যাত্রীদের জন্য দুঃসংবাদ! বাতিল ২৯ লোকাল
বিবৃতি দিল রেলImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 13, 2025 | 7:44 PM

কলকাতা: ফের ট্রেন বাতিল। ফের ভোগান্তির মুখে যাত্রীরা। সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া শাখায়। ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ হবে দিয়াড়া ও সিঙ্গুরের মধ্যে। আর সে কারণেই শনি ও রবিবার গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায়। এদিন বিবৃতি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল। রেল জানাচ্ছে, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শনিবার বাতিল থাকছে… 

হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১

তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪

রবিবার ডাউন লাইনে বাতিল থাকছে… 

তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮ 

তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬

গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২

গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০

আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০

হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮

রবিবার আপ লাইনে বাতিল থাকছে…

হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩

হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭

শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫

হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯

হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭