Bagtui Case in High Court: ভাদু শেখের তদন্তের ভার কে নেবে? এজলাশে মতবিরোধ কেন্দ্রের দুই আইনজীবীর

Bagtui Case in High Court: বগটুই হত্যাকাণ্ডের রিপোর্ট জমা পড়েছে আদালতে। ভাদু শেখ খুনে উঠল সিবিআই তদন্তের দাবি।

Bagtui Case in High Court: ভাদু শেখের তদন্তের ভার কে নেবে? এজলাশে মতবিরোধ কেন্দ্রের দুই আইনজীবীর
কলকাতা হাইকোর্টে বগটুই মামলা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 12:57 PM

রামপুরহাট : বগটুই হত্যাকাণ্ডের পরই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতে সেই মামলার প্রাথমিক রিপোর্ট পেশ করল সিবিআই। বৃহস্পতিবার ছিল বগটুই মামলার শুনানি। এ দিন ডিভিশন বেঞ্চে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানান মামলাকারীরা। পুলিশ এই মামলার তদন্ত করছে, তাই সিবিআই-কে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই বলে আদালতে জানিয়েছে রাজ্য। এ দিকে ভাদু শেখ খুনের তদন্তের দায়িত্ব নিয়ে এজলাসে মতবিরোধ প্রকাশ্যে আসে কেন্দ্রে দুই আইনজীবীর। বৃহস্পতিবারের শুনানি শেষ হয়ে গিয়েছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি।

ভাদু শেখ খুনের তদন্তের দায়িত্ব নিয়ে এ দিন এজলাসে ভিন্ন মত প্রকাশ করেন দুই আইনজীবী। অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুরের বক্তব্য, প্রথমে মামলার দায়িত্ব নিয়ে কাজ শুরুর পর ১০ দিন কেটে গিয়েছে। এখন আবার নতুন মামলা কী ভাবে নেবেন, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি জানান, এতদিনে ভাদু শেখ খুনের সব তথ্য প্রমাণ মুছে গিয়েছে। কেন আগেই একবারে মামলা দেওয়া হল না, সেই প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, সিবিআইয়ের হয়ে কেন্দ্রের আর এক অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে বলেন, ‘বগটুই গণহত্যার তদন্তে সিবিআই দল রয়েছে। ইতিমধ্যে টাওয়ার ডাম্পিং পদ্ধতিকে কাজে লাগিয়ে তদন্ত চলছে। ফলে ভাদু শেখ খুনের তদন্ত হাতে নিতে কোনও আপত্তি নেই।’ যদিও রাজ্যের তরফে এই মামলা সিবিআইকে দেওয়ার ব্যাপারে আপত্তি জানানো হয়। সওয়াল-জবাবের পর দুই আইনজীবী জানান আদালত নির্দেশ দিলে তদন্তভার নেবে সিবিআই। এ দিন বগটুই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা পড়ে আদালতে। প্রধান বিচারপতি জানান, ওই রিপোর্ট খতিয়ে দেখার পরেই ভাধু শেখ খুনে তদন্ত নিয়ে রায় আপলোড করে দেওয়া হবে।

আরও পড়ুন : Jhalda Councillor Murder: কাউন্সিলর খুনে প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুতে এবার পুলিশের বিরুদ্ধেই FIR