Baguiati: বিনামূল্যেই মিলবে জামাকাপড়, বাগুইআটিতে দুস্থদের জন্য বসল বিশেষ বাজার
Baguiati: তবে এই বিতরণ কিন্তু সাধারণের থেকে একটু আলাদা। সমিতির কর্তারা জানাচ্ছেন, সাধারণত বিতরণের লাইনে দাঁড়াতে অনেকেই লজ্জা পান। আর তাদের জন্যই এই অভিনব উদ্য়োগ।

কলকাতা: বাগুইআটিতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য শুরু হল ‘বিনামূল্যের বস্ত্র বাজার’। জানা গিয়েছে, বাগুইআটি ব্যবসায়ী সমিতির পরিচালনায় শুরু হয়েছে এই অভিনব প্রয়াস। কী হবে সেখানে? সমিতির কর্তারা জানাচ্ছেন, সম্পূর্ণ্য বিনামূল্যেই দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করবে তারা।
তবে এই বিতরণ কিন্তু সাধারণের থেকে একটু আলাদা। সমিতির কর্তারা জানাচ্ছেন, সাধারণত বিতরণের লাইনে দাঁড়াতে অনেকেই লজ্জা পান। আর তাদের জন্যই এই অভিনব উদ্য়োগ। একেবারে দোকানের মতো সাজানো থাকবে সারি সারি জামা-কাপড়। আর সেখান থেকেই নিজেদের পছন্দের জামাগুলো তুলে নিতে পারবেন দুস্থরা।
সমিতির কর্তারা আরও জানিয়েছেন, মূলত পুরনো জামাকাপড় সংগ্রহ করেই এই বিনামূল্যের বাজার খোলা হয়েছে। তবে বাতিল মানে কিন্তু ছেঁড়া-ফাটা কিংবা অপরিচ্ছন্ন জামাকাপড় নয়। একেবারে পরিষ্কার ও ব্যবহারযোগ্য জামাকাপড় এই বাজারে মিলছে। সাধারণভাবেই যারা জামা-কাপড় এক, দু’বার পরেই বাতিল করে দেয়, তাদের থেকেই সেগুলি সংগ্রহ করে বিনামূল্য বাজারে চলছে বিতরণ। তারা আরও জানিয়েছেন, কেউ চাইলে এই বিনামূল্যের বাজারে দুস্থদের জন্য নতুন জামাকাপড়ও দান করতে পারবেন।
কোথায় বসেছে এই বাজার? এই বাজারের খোঁজ মিলবে বাগুইআটি বাজারের কাছেই রেলপুকুর রোডে প্রবেশপথের মুখেই। সেখানেই আপাতত তোড়জোড় শুরু হয়েছে বিনামূল্যের বাজার। চলবে আগামী ১৫ দিন।





