Explained: ত্বহা ‘আউট’, কাশেম ‘ইন’? চাপে নওশাদ? ফুরফুরার হাওয়া মোটেই ফুরফুরে নয়!
Furfura Politics: তৃণমূলের কাছে অঙ্ক কী সত্যিই খুব কঠিন? তোপ-খোঁচা-কটাক্ষ-বিষোদগারের খেলা-চালিয়ে খেলার মাঝে ফুরফুরে মেজাজে ফুরফুরার রাজনীতির অঙ্কটা শেষ পর্যন্ত মেলাতে পারবেন তো মমতা-শুভেন্দু-সেলিম-নওশাদরা? তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় পা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

খেলার মাঠের জমজমাট গ্যালারি হোক বা রাজনীতির আঁচে তপ্ত নামী-বেনামী কোনও কলেজ ক্যাম্পাস! অভিনব সব স্লোগান থেকে পোস্টার-দেওয়াল লিখন, বাঙালির জুড়ি মেলা ভার! কিন্তু, শহর কলকাতার অলিগলি হোক বা শহরতলির কানাগলি, চোখ মেলে তাকলে কোথাও না কোথাও ঠিক চোখে পড়ে যাবে একটা নতুন লাইন- ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি সরকার চাই’। এই কায়দাতেই গোটা রাজ্যে পোস্টার ফেলেছে পদ্ম শিবির। নেতাদের কথাতেও আর নেই রাখঢাক। যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের স্পষ্ট মত, হিন্দুত্ববাদের লাইনে হেঁটেই তৃণমূলকে বেলাইন করতে চাইছে বিজেপি। কিন্তু, তৃণমূলের কাছে অঙ্ক কী সত্যিই খুব কঠিন? তোপ-খোঁচা-কটাক্ষ-বিষোদগারের খেলা-চালিয়ে খেলার মাঝে ফুরফুরে মেজাজে ফুরফুরার রাজনীতির অঙ্কটা শেষ পর্যন্ত মেলাতে পারবেন তো মমতা-শুভেন্দু-সেলিম-নওশাদরা? তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় পা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীরা যদিও বলছেন, তোষণের ফল ঘরে তুলতেই ছুটলেন ফুরফুরায়। শেষবার গিয়েছিলেন ২০১৬ সালে। এবার গেলেন রোজা ভাঙার ইফতারে। সেই ইফতার আবার সরকারি খরচে, এই প্রথম। ...





