Beleghata: হঠাৎই একটা ঝুপ্ করে শব্দ, সেলট্যাক্সের বিল্ডিংয়ের নীচে রক্তে ভেজা আইনজীবীর শরীর
Beleghata: সকাল ১০ টার কিছু সময় পরেই আচমকাই জোরে একটা শব্দ শুনতে পেয়ে নিরাপত্তা রক্ষীরা ছুটে যান। এক ব্যক্তিকে বিল্ডিংয়ের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এন্টালি থানার পুলিশ উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কলকাতা: সকালের ব্যস্ত সময়ে। অফিসের ভিড়। হঠাৎ করেই আকাশছোঁয়া বিল্ডিংয়ের নীচে ঝপ্ করে কিছু একটা পড়ার শব্দ। সে শব্দ শুনতে পেয়েই ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। এসে দেখেন কিছুক্ষণ আগেই যে ব্যক্তি আইনজীবী পরিচয় দিয়ে ঢুকেছিলেন ভবনে, তিনি রক্তে ভাসছেন। থেঁতলে গিয়েছে তাঁর মাথা! বেলেঘাটায় সেলট্যাক্স বিল্ডিংয়ের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায় নি।
জানা যাচ্ছে, সকাল ১০ টার কিছু সময় পরেই আচমকাই জোরে একটা শব্দ শুনতে পেয়ে নিরাপত্তা রক্ষীরা ছুটে যান। এক ব্যক্তিকে বিল্ডিংয়ের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এন্টালি থানার পুলিশ উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঝাঁপ নাকি বেসামাল হয়ে ওপর থেকে নীচে পড়ে গেলেন ওই ব্যক্তি, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান , ঝাঁপ দিয়ে দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। তবে তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। তাঁর কাছে কোনও পরিচয়পত্র রয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সেলট্যাক্স বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছিলেন ওই ব্যক্তি।
কিছুদিন আগেই নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের এক কর্মী অফিসের বিল্ডিং থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা শহর। তবে এই ঘটনার নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

