মুর্শিদাবাদ নিয়ে বিশেষ বৈঠকে তৃণমূল, থাকতে পারেন মমতা
ইতিমধ্যেই মুর্শিদাবাদে ডালপালা মেলতে মরিয়া ওয়েইসির সংগঠন মিম। অন্যদিকে বিজেপিরও নজর নবাবের জেলায়।
সৌরভ গুহ: মুর্শিদাবাদ জেলা নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের। বৃহস্পতিবার বিকেল ৪টেয় বৈঠক তৃণমূল ভবনে। বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার ৫৫ জন নেতাকে তৃণমূল ভবনে আসতে বলা হয়েছে। বাকি ১৫০ জন ও জনপ্রতিনিধিরা ভার্চুয়ালি যোগ দেবেন এই বিশেষ বৈঠকে।
একুশের বিধানসভা ভোটের আগে শাসক-বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলই নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ময়দানে। মুর্শিদাবাদ জেলায় রয়েছে ২২টি বিধানসভা আসন। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলাকে ইতিমধ্যেই বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ধূপগুড়ির দুর্ঘটনাগ্রস্তদের পাশে মোদীর দফতর, টুইটে সমবেদনা মমতার
এক সময় অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। সে অধ্যায় এখন অতীত। বর্তমানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে জেলা সংগঠন দেখার দায়িত্ব দিয়েছেন দলনেত্রী। মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই শাখা বিস্তারে মরিয়া ওয়েইসির সংগঠন মিমও। এই পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এই জেলাকে নিয়ে বিশেষ বৈঠক ডাকল তৃণমূল।