AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন, সেই অভিজিতকে ‘শাস্তি’ দিল BJP, কেন?

Bengal BJP: কিন্তু এরই মধ্যে দেখা যায় আলতাবেড়িয়ায় বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখ পড়তে হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। রাস্তায় চলল বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে জানা যায়।

BJP: অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন, সেই অভিজিতকে 'শাস্তি' দিল BJP, কেন?
অভিজিৎ দাসImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 19, 2024 | 12:41 PM
Share

কলকাতা: ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বরখাস্ত করল দল। সাময়িকভাবে তাঁকে বরখাস্ত করেছে বিজেপি-র দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। চিঠি দেওয়া হয়েছে তাঁকে। দলের নির্দেশ, কী কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন তা জানাতে হবে? তবে অভিজিতের দাবি, তিনি কোনও চিঠি পাননি। এ প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দলীয় শৃঙ্খলা না মানার জন্য ওনাকে বরখাস্ত করা হয়েছে।”

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাজ্যে এসেছিল বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্দেশখালি, আমতলা সহ একাধিক জায়গা পরিদর্শন করে তারা। কিন্তু আলতাবেড়িয়ায় বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখ পড়তে হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। রাস্তায় চলল বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে জানা যায়। তাঁদের অভিযোগ ভোট হিংসার শিকার হলেও জেলা সভাপতি অভিজিৎ সর্দার চক্রান্ত করে তাঁদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেননি। সেই কারণে রাস্তায় বসে চলে বিক্ষোভ।

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাঠানো দলকে হেনস্থা করা, দলীয় দফতরে তালা লাগানো, ভোটে পরবর্তী হামলায় দলের বৈঠকে যেতে না দেওয়া এইরকম একাধিক অভিযোগে অভিযুক্ত  অভিজিৎ দাস। সেই কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত বলে খবর।