BJP Assembly Election Campaign: বাংলা ‘দখল’ করতে বড় অফিস খুঁজছে বিজেপি, থাকবে হেলিপ্যাডও

BJP Assembly Election Campaign: এই পরিস্থিতিতে নতুন কার্যালয়ের কথা ভাবছে বিজেপি। দলীয় সূত্রে খবর, সল্টলেক পেরিয়ে নতুন ঠিকানা হতে পারে নিউটাউন। থাকবে সুবিশাল এলাকা, থাকবে বিরাট পার্কি, সঙ্গে হেলিপ্য়াড।

BJP Assembly Election Campaign: বাংলা দখল করতে বড় অফিস খুঁজছে বিজেপি, থাকবে হেলিপ্যাডও
প্রতীকী ছবি Image Credit source: Meta AI

| Edited By: Avra Chattopadhyay

Aug 25, 2025 | 2:14 PM

কলকাতা: ‘আস্তানা’ খুঁজছে বিজেপি। বাংলার বুকে রাজনৈতিক ‘আস্তানা’ তারা পেয়েছে। কিন্তু সঙ্গে নিজেদের মাথার উপর প্রয়োজন আরও একটু পোক্ত ছাদ। আরও একটু বেশি জায়গা। এখন তো আগের মতো নেই। সংসার বড় হয়েছে। তাই নির্বাচনের আগে এই বড় সংসারের জন্য নতুন আস্তানার খোঁজে নেমেছে বাংলার গেরুয়া শিবির।

বর্তমানে সল্টলেকের সেক্টর ফাইভে রয়েছে বঙ্গ বিজেপির ‘সদর দফতর’। কিন্তু এই কার্যালয়ে জায়গা অনেকটাই স্বল্প। এদিকে সংসার বড় হয়েছে। বাংলার রাজনীতিতে গেরুয়া-গ্রহণযোগ্যতা তৈরি হওয়া শীর্ষ নেতৃত্বদেরও ঘনঘন যাতায়াত লেগে রয়েছে। সব মিলিয়ে নয়া ‘অফিস পাড়ায়’ স্থিত চার দেওয়ালে জায়গা একেবারে ধরছে না।

এই পরিস্থিতিতে নতুন কার্যালয়ের কথা ভাবছে বিজেপি। দলীয় সূত্রে খবর, সল্টলেক পেরিয়ে নতুন ঠিকানা হতে পারে নিউটাউন। থাকবে সুবিশাল এলাকা, থাকবে বিরাট পার্কি, সঙ্গে হেলিপ্য়াড। নতুন ‘আস্তানা’ খোঁজার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলিকেই চূড়ান্ত হিসাবে গ্রহণ করেছে বঙ্গ বিজেপি। ওয়াকিবহাল মহল বলছে, গোটা ব্যাপারটাই একেবারে ‘কর্পোরেট’।

সামনেই নির্বাচন তার আগে এই নতুন কার্যালয় প্রয়োজনীয় বলেই মত বঙ্গ বিজেপির। এছাড়াও প্রয়োজন ৫-৬টি হেলিকপ্টার। যাতে চড়বেন দিল্লি ও বাংলার শীর্ষ নেতারা। চড়ে কোথায় যাবেন? নির্বাচনের প্রচারে। এই বারের ভোট অল্প কয়েক দফায় মিটবে বলেই বঙ্গ বিজেপির ধারণা। আর সেই কথা মাথায় রেখেই ম্যারাথন প্রচারে নামতে শীর্ষ নেতাদের গোটা কয়েক হেলিকপ্টার তো লাগবেই। তাই নতুন অফিসে হেলিপ্যাডও চায় গেরুয়া শিবির।