WB Advocate General: ধনখড়ের সময় ইস্তফা দিয়েছিলেন, আবারও এজি হলেন সেই কিশোর দত্ত
AG: শনিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, এ সংক্রান্ত ফাইলে সই করে দিয়েছেন তিনি। বলেন, "সরকার যে ফাইল পাঠিয়েছিল, সেটায় সই করে পাঠিয়ে দিয়েছি।”
কলকাতা: আবারও রাজ্যের এজি হলেন আইনজীবী কিশোর দত্ত। নবান্নের তরফে আজ শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজি হিসাবে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় কিশোর দত্তের নাম নিয়ে। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।
শনিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, এ সংক্রান্ত ফাইলে সই করে দিয়েছেন তিনি। বলেন, “সরকার যে ফাইল পাঠিয়েছিল, সেটায় সই করে পাঠিয়ে দিয়েছি।” অর্থাৎ রাজ্যপালের বক্তব্য অনুযায়ী, এজির নাম ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। তবে পরবর্তী এজি কিশোর দত্তই হচ্ছেন কি না, তা নিয়ে রাজ্যপাল কিছু বলেননি। এরপরই নবান্নের বিজ্ঞপ্তিটি সামনে আসে।
এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই এজি পদে থেকেছেন কিশোর দত্ত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রাক্তন রাজ্য়পাল জগদীপ ধনখড়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি। ব্যক্তিগত কারণ দর্শিয়ে সে সময় এজি পদ ছাড়েন বর্ষীয়ান এই আইনজীবী। যদিও তিনি নিজে ব্যক্তিগত কারণে পদ ছাড়ার কথা বললেও সে সময় ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে বারবার রাজ্যের ভর্ৎসিত হওয়ার বিষয়টির এর কারণ হিসাবে তুলে ধরেছিলেন আইনজীবী মহলেরই একাংশ।
শুধু তাই নয়, সে সময় শিক্ষক নিয়োগ মামলা নিয়েও রাজ্যকে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তবে আরও একবার এজি হলেন তিনি। সূত্রের খবর, শুক্রবারই এজি সংক্রান্ত ফাইল রাজভবন থেকে সই করে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এদিন আনুষ্ঠানিক ঘোষণা করা হয় রাজ্যের তরফে।