TMC-Congress: ‘তৃণমূলের ভিক্ষার ভরসায় যদি…’, আসন-সমঝোতার ইস্যুতে ঝাঁঝালো কৌস্তভ

Koustav Bagchi: প্রদেশ কংগ্রেসের নেতাদেরও একহাত নিয়েছেন কৌস্তভ বাগচি। দিল্লির বৈঠকে বাংলার কোনও কংগ্রেস নেতা তৃণমূলের সঙ্গে জোটের ইস্যুতে দৃঢ়ভাবে বিরোধিতা করেননি বলেই দাবি তাঁর। আক্ষেপের সুরে বললেন, 'পুরোটাই হাইকমান্ডের উপর ছেড়ে দেওয়া হয়েছিল।'

TMC-Congress: 'তৃণমূলের ভিক্ষার ভরসায় যদি...', আসন-সমঝোতার ইস্যুতে ঝাঁঝালো কৌস্তভ
কৌস্তভ বাগচিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2023 | 9:12 PM

কলকাতা: লোকসভার ঘুঁটি সাজানোর পালা চলছে। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে দিল্লি সফরকালেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিরোধী দলগুলির বৈঠকে বাংলায় কংগ্রেসকে দু’টি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছেন মমতা। আর এরপরই আজ বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা দক্ষিণ মালদার সাংসদ, আবু হাসেম খান চৌধুরী জানিয়ে দিলেন, দক্ষিণ মালদা ও বহরমপুর লোকসভা আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আরও কিছু আসন তাঁরা তৃণমূলের থেকে দাবি করেছেন বলেও জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ।

বর্ষীয়ান কংগ্রেস নেতার তৃণমূলের কাছে এই দাবি-দাওয়া পেশের বিষয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিও। সাম্প্রতিক অতীতে বার বার তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ‘বন্ধুত্বের’ পথে কাঁটা হয়ে উঠেছেন কৌস্তভ। এবার কৌস্তভ বললেন, ‘জোটের বিষয়টি উনি আরও স্পষ্ট করেছেন। দাবির কথাও বলেছেন। যখন আমি বেশ কয়েক মাস ধরে এটা নিয়ে কথা বলেছি, তখন নেতৃত্বের তরফ থেকে হুঙ্কার দিয়ে বলা হয়েছিল তৃণমূলের সঙ্গে কোনও জোট হবে না। কিন্তু এখন শুনছি, তৃণমূলের কাছে দাবি করা হচ্ছে, আসন চাওয়া হচ্ছে। তৃণমূলের দয়া, দাক্ষিণ্য, ভিক্ষার উপর নির্ভর করে যদি কংগ্রেসীদের রাজনীতি করতে হয়, তার থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নেওয়া ভাল।’

প্রদেশ কংগ্রেসের নেতাদেরও একহাত নিয়েছেন কৌস্তভ বাগচি। দিল্লির বৈঠকে বাংলার কোনও কংগ্রেস নেতা তৃণমূলের সঙ্গে জোটের ইস্যুতে দৃঢ়ভাবে বিরোধিতা করেননি বলেই দাবি তাঁর। আক্ষেপের সুরে বললেন, ‘পুরোটাই হাইকমান্ডের উপর ছেড়ে দেওয়া হয়েছিল।’ তাঁর বক্তব্য, ‘যাঁরা তৃণমূলের দয়া-দাক্ষিণ্য নিয়ে ভোটে জিততে চাইছেন, তাঁরা যেন তৃণমূলের টিকিটেই প্রার্থী হয়ে জেতেন। কংগ্রেসে থেকে তৃণমূল করার দরকার নেই।’

বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিপিএম সুজন চক্রবর্তীও। অতীতে যে লোকসভায় কংগ্রেসের জেতা দু’টি আসনে বামেরা কোনও প্রার্থী দেয়নি, সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। সুজনবাবুর বক্তব্য, ওই দুটি আসনেই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়ে জিততে হয়েছিল কংগ্রেসকে। আর কংগ্রেসকে সঙ্গে দিয়েছিল বামেরা। কংগ্রেসকে সাবধান করে দিয়ে সিপিএম নেতা বলেছেন, খেয়াল রাখবেন অযথা যেন ঠকতে না হয়।

তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই আসন সমঝোতার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে সিপিএমকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, “সিপিএম চাইছে, কংগ্রেস যাতে তৃণমূলের সঙ্গে জোটে না আসে। কারণ, এটা সিপিএমের অস্তিত্বের লড়াই। সিপিএম চাইছে, কংগ্রেস যাতে জোটে সামিল না হয়। নাহলে, সিপিএমকে ৪২টি আসনে লড়তে হবে এবং দেখা যাবে প্রত্যেক আসনে নোটার থেকেও কম ভোট পাবে। তাই সিপিএম কংগ্রেসকে চাপ দিচ্ছে তৃণমূলের সঙ্গে জোট না করার জন্য।”

দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?