
কলকাতা: প্রতি বছরের মতো এবারও দিল্লির ‘প্রজাতন্ত্র দিবসে’র অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বাংলার ট্যাবলো। দিল্লির অনুমোদন মিলবে কি না, তা নিয়ে প্রতিবারই একটা সংশয় তৈরি হয়। তবে এবার বাছাইয়ের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। চূড়ান্ত অনুমোদন আসতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগে তৃণমূল সাংসদ মালা রায় দাবি করেছিলেন, বাংলার ট্যাবলো এবারও বাতিল করে দিয়েছে দিল্লি। বাংলার মনীষীদের নিয়ে ট্যাবলো তৈরির প্রস্তাব দেওয়া হলেও, তা মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা যাচ্ছে, ট্যাবলো কমিটির কয়েক দফা বৈঠকের পর ‘শর্টলিস্টে’ জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। মোট ১৭টি রাজ্যকে ওই তালিকায় জায়গা দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ডিরেক্টর ইনফরমেশন, শাশ্বত দাঁ জানিয়েছেন, বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে ‘বন্দে মাতরম’ই থিম করার কথা বলা হয় বাংলার তরফে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের মূর্তি রাখার কথাও জানানো হয়। সেই থিমেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে চূড়ান্ত অনুমোদনের চিঠি আসবে বলে জানিয়েছেন তিনি।
গত বছর অনুমোদন পায়নি বাংলার ট্যাবলো। ২০২০ এবং ২০২২ সালেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। এ ক্ষেত্রে বারবার ‘বৈষম্য়ের রাজনীতি’র অভিযোগ তুলে থাকে তৃণমূল। এবার এখনও পর্যন্ত বাতিল হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।