Bengal Global Business Summit: রাত পোহালেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, নিউটাউনে ঢালাও পুলিশি বন্দোবস্ত
Bidhannagar: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ঘিরে রাখা হচ্ছে আঁটসাঁট পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা নিউটাউন চত্বর। নিউটাউন জুড়ে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন রাখা হবে নিরাপত্তার জন্য।

কলকাতা: রাত পোহালেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মঙ্গলবার ও বুধবার, দু’দিন ধরে চলবে এই মেগা বাণিজ্য সম্মেলন। তার আগে সেজে উঠছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। দেশ-বিদেশের বিভিন্ন শিল্পপতি ও উদ্যোগপতিরা যোগ দেবেন এই বাণিজ্য সম্মেলনে। তার আগে সজাগ পুলিশ প্রশাসন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ঘিরে রাখা হচ্ছে আঁটসাঁট পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা নিউটাউন চত্বর। নিউটাউন জুড়ে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন রাখা হবে নিরাপত্তার জন্য।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য নিরাপত্তা ব্যবস্থা কোনও খামতি রাখছে না বিধাননগর পুলিশ কমিশনারেট। দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার সাতজন অফিসার। এর পাশাপাশি এসিপি পদমর্যাদার ১৫ জন ও ইনস্পেক্টর পদমর্যাদার ৩৫ জন অফিসার থাকবেন নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বে। এখনও পর্যন্ত যা খবর, তাতে আলাদাভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তবে পরিস্থিতি অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে খবর।
উল্লেখ্য, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশেই রয়েছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। বাণিজ্য সম্মেলনের কারণে প্রয়োজন মতো যান চলাচল নিয়ন্ত্রণ করার সম্ভাবনার কথা মাথায় রেখে, আগামিকাল স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। পরিবর্তিত পরিস্থিতির কারণে আগামী ৯ ডিসেম্বর (শনিবার) তৃতীয় থেকে নবম শ্রেণি ও একাদশ শ্রেণির পুরো ক্লাস হবে বলে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়েছে।
রাজ্যে বিনিয়োগ টানতে সম্প্রতি বিদেশ সফর সেরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরকালেও বাংলায় লগ্নি টানতে একাধিক ইতিবাচক বৈঠক করছেন মমতা। এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দিকে তাকিয়ে বাংলার শিল্প মহল।





