
কলকাতা: সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে হবে জরুরি বৈঠক। বৈঠক ডাকা হল নবান্নে। নির্দেশ এল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তাঁর নির্দেশেই ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থ সেই বৈঠক ডাকলেন বলে জানতে পারা যাচ্ছে। গোটা রাজ্যে যত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে সেগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা যেমন হবে, তেমনই বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা কীভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে পর্যালোচনা হবে বলে জানা যাচ্ছে।
শনিবার দুপুর বারোটা থেকে এই উচ্চপর্যায়ের বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। এসএসকেএম ও উলুবেরিয়া মেডিক্যাল কলেজের ঘটনায় যথেষ্ঠ উদ্বেগের বাতাবরণ রয়েছে রাজ্য়ের প্রশাসনিক মহলে। রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে নাগরিক মহলে। এই আবহে যে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
শনিবারের বৈঠকে সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, সুপাররদের হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারদেরও বৈঠকে থাকতে হবে। একইসঙ্গে কলকাতা পুলিশের কমিশনারকেও এই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
সম্প্রতি, এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এনআরএস-র এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এ ঘটনায় এসএসকেএম কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। অন্যদিকে গত মঙ্গলবার উলুবেড়িয়া মেডিক্যালে কলেজে এক মহিলা চিকিৎসককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তা নিয়ে স্বাস্থ্য মহলের অন্দরে তুমুল শোরগোল চলছে। ইতিমধ্যেই এ ঘটনায় তিনডনকে গ্রেফতারও করেছে পুলিশ। এই আবহে এখন নবান্নের বৈঠক থেকে কী উঠে আসে সেটাই দেখার।