AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bikash Ranjan Bhattacharya on Recruitment Case: রিভিউ পিটশনে কি লাভ আছে? কাজ আদৌ ফিরে পাবেন? চাকরিহারাদের পাশে দাঁড়িয়েই স্পষ্ট সবটা বলে দিলেন বিকাশ

Bikash Ranjan Bhattacharya: আজ চাকরিহারাদের সঙ্গে দেখা করেন বিকাশ। তবে পরিষ্কার জানিয়ে দেন, চাকরিহারাদের চাকরি এ ভাবে ফিরে পাওয়ার আশা নেই। পরীক্ষা দিয়েই মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে।

Bikash Ranjan Bhattacharya on Recruitment Case: রিভিউ পিটশনে কি লাভ আছে? কাজ আদৌ ফিরে পাবেন? চাকরিহারাদের পাশে দাঁড়িয়েই স্পষ্ট সবটা বলে দিলেন বিকাশ
বিকাশরঞ্জন ভট্টাচার্য দেখা করলেন চাকরিহারাদের সঙ্গেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2025 | 5:18 PM
Share

কলকাতা: শীর্ষ আদালত আগেই রায় দিয়েছে চাকরি বাতিলের। সেই মতো প্রায় ২৬ হাজারের চাকরি চলে গিয়েছে। নতুন করে ফের তাঁদের বসতে হবে পরীক্ষায়। তবে ‘যোগ্য’ চাকরিহারাদের দাবি, রাজ্য সরকারকে অবিলম্বে অযোগ্যদের তালিকা দিতে হবে। এই আবহে মধ্যে আজ শনিবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হাজির ‘যোগ্য’ চাকরিহারারা। আর কোনও ভাবে কি বাঁচানো যায় চাকরি? এই প্রশ্নেরই সদুত্তর পেতে হাজির হন তাঁরা।

আজ চাকরিহারাদের সঙ্গে দেখা করেন বিকাশ। তবে পরিষ্কার জানিয়ে দেন, চাকরিহারাদের চাকরি এ ভাবে ফিরে পাওয়ার আশা নেই। পরীক্ষা দিয়েই মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে। তিনি বলেন, “ওদের ভুল বোঝানো হয়েছিল কাজ ফিরে পেতে পারে। আইনত ওদের কাজ ফেরার সম্ভাবনা নেই। এইটাই আমি ওদের স্পষ্ট করে বললাম, সুপ্রিম কোর্টের রায়ের পর পুরনো কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। ওদের নতুন ভাবে পরীক্ষায় বসতে হবে। তারপরই যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি ফিরে পেতে হবে। এটাই বললাম। সরকার যে বলছে রিভিউ করে পুরনো।”

অপরদিকে, বিকাশবাবুর বাড়ি থেকে বেরিয়ে চাকরিহারারা বলেন, “আমরা সকলের সঙ্গেই কথা বলছি। মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে বলেছি চাকরি বাঁচান। আমাদের চাকরি বাঁচানো যায় কী? জানতে চেয়েছিলাম। তবে রাজ্য সরকার এটা সকলের সামনে আনুক কারা-কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এবার এই দাবিতেই আন্দোলন করব। কারা আমরা এটা নিয়েই এবার থেকে আন্দোলন করব। আমরা আলোচনা করছি।” আরও এক চাকরিহারা তুহিন শুভ্র মণ্ডল বলেন, “আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? রিভিউ পিটিশন করে লাভ হবে কি না সেটা নিয়েও আলোচনা করেছি। আর কী কী আইনী পদক্ষেপ করা যেতে পারে সেই বিষয়টিও ভাবছি।”